Header Ads

করোনা আক্রান্ত শিক্ষককে নিজের বাইকে করে পৌঁছে দিলেন জলপাইগুড়ি শহরের এক যুবক


এক বিরল ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা। করোনা আক্রান্ত এক শিক্ষককে নিজের বাইকে করে হাসপাতালে পৌঁছে দিলেন তারই এক ছাত্র। শিক্ষকের প্রতি এক ছাত্রের এমন দায়বদ্ধতা মানবতার অন্য দ্বার খুলে দিলো। শিক্ষকদের প্রতি ছাত্রদের শ্রদ্ধা যে আজকের যুগেও অটুট তারই চিত্র ভেসে উঠলো জলপাইগুড়ি শহরের বুকে। একেই বলে গুরুদক্ষিণা।  


জলপাইগুড়ি শহরের শোভাবাড়ি এলাকার নেতাজি বিদ্যাপীঠ হাইস্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক অমিত কুমার ঘোষ। যিনি ২০১৮ সালে স্কুলজীবন থেকে অবসর নেন। অবসরের পর প্যানশনের টাকার একটা বড়ো অংশ তুলে দিতেন স্কুলের উন্নয়নে। জনকল্যাণমুখী কাজের জন্য ঐ এলাকার মানুষের কাছে তিনি বিশেষ সম্মান পেয়েছেন৷ হঠাৎ করেই একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর চিকিৎসকদের খবর দেওয়া হয়। তিনি গুরুতর অসুস্থ হওয়ার জন্য তার কোভিড টেস্ট করা হয়। যার রিপোর্ট আসে পজিটিভ। 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হোম আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়। কাজেই তিনিও হোম আইসোলেশনে বাড়িতে বন্দী হলেন। বুধবার ভোরের দিকে তার প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। তার অসুস্থতার খবর পেয়ে প্রিয় শিক্ষকের জন্য ছুটে আসেন তারই এক ছাত্র নিত্যানন্দ বর্মন। তিরিশ বছর বয়সী এই যুবক কাজ করেন প্রাইভেট ফার্মে। 

নিত্যানন্দ বর্মন অমিতবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে এদিক ওদিক ঘুরতে থাকেন। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এরপর তিনি টোটো ও অটোর খোঁজ করতে যান। তাতেও লাভ হয়নি। কোনোমতেই কোনো অ্যাম্বুলেন্স, টোটো ও অটো কিছুই পাওয়া যায়নি। অবশেষে তিনি রেনকোট পরে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। তার চেষ্টাতে যথাসময়ে অমিতবাবুকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়।         

অমিতবাবুকে তার বাড়ি থেকে ১১ কিলোমিটার দূরে একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পৌঁছে দিয়ে নিত্যানন্দবাবু নিজের শরীর ও বাইক দুটোই ভালো করে স্যানিটাইজ করে বাড়ি ফিরে আসেন। তারপর নিজেই চলে যান হোম কোয়ারান্টাইনে। তার এই দুঃসাহসিক কর্মের জন্য তিনি এলাকাবাসীর কাছে অনেক প্রশংসা পাচ্ছেন।           
       
মৃত্যুর ভয়কে অবজ্ঞা করে নিত্যানন্দ তার দায়িত্ব পালন করেছেন। প্রকৃত শিক্ষিত এনাদেরকেই বলে। কেবল পড়াশোনা করে চাকরি পাওয়া মানেই প্রকৃত শিক্ষিত হওয়া নয়। পড়াশোনা করে প্রকৃত মানুষ হয়ে নিজেকে যিনি মানবসেবাতে নিযুক্ত করেন তিনিই প্রকৃত শিক্ষিত মানুষ। নিত্যানন্দ বর্মনের এই মহৎ কাজটি শিক্ষার প্রকৃত মূল্যের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। 

প্রতিবেদন- সুমিত দে

No comments