সুন্দরবনের স্বাদ পুরুলিয়াতে পেতে চান তাহলে ঘুরে আসুন 'পুরুলিয়া সুন্দরবন' এ
অদ্ভুত রহস্যে মোড়া আমাদের এই পৃথিবী। কত রকমের পরিবেশ। পৃথিবীর এক একটা জায়গা সৌন্দর্যের ডালি সাজিয়ে হাতছানি দিয়ে আমাদের ডাকতে থাকে৷ পৃথিবীর মায়াভরা অদ্ভুত প্রকৃতিকে জানতে ইচ্ছে করে সকলের। তাই তো কবি লিখেছেন "থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে"। গোটা পৃথিবীর সমস্ত বিস্ময় দেখতে আমাদের মন আনচান করে ওঠে। থাক সে গোটা পৃথিবীর কথা। আগে আমাদের বঙ্গদর্শনটা একটু সেরে নেওয়া যাক।
বাংলার জঙ্গলমহলে নানান বৈচিত্র্যময় অঞ্চলের সন্ধান মেলে৷ এই প্রতিবেদনে পুরুলিয়ার এক আশ্চর্য জায়গার আমরা বিবরণ দিতে চলেছি। সুন্দরবনে তো কম-বেশি সকলেই বেড়াতে গেছেন কিন্তু পুরুলিয়ার সুন্দরবনে কী কখনো বেড়াতে গেছেন? ঘাবড়াবেন না। পুরুলিয়ার রঞ্জনডিহ জলাধারকে 'পুরুলিয়ার সুন্দরবন' বলা হয়। সুন্দরবনের প্রকৃতির সাথে হুবহু মিল থাকার জন্য একে 'পুরুলিয়ার সুন্দরবন' বলা হয়।
বাংলার জঙ্গলমহলে নানান বৈচিত্র্যময় অঞ্চলের সন্ধান মেলে৷ এই প্রতিবেদনে পুরুলিয়ার এক আশ্চর্য জায়গার আমরা বিবরণ দিতে চলেছি। সুন্দরবনে তো কম-বেশি সকলেই বেড়াতে গেছেন কিন্তু পুরুলিয়ার সুন্দরবনে কী কখনো বেড়াতে গেছেন? ঘাবড়াবেন না। পুরুলিয়ার রঞ্জনডিহ জলাধারকে 'পুরুলিয়ার সুন্দরবন' বলা হয়। সুন্দরবনের প্রকৃতির সাথে হুবহু মিল থাকার জন্য একে 'পুরুলিয়ার সুন্দরবন' বলা হয়।
পুরুলিয়া জেলার আদ্রা স্টেশন থেকে তেরো কিমি দূরে ও কাশিপুর থেকে সাড়ে ছয় কিমি দূরে ধতলা মোড় থেকে কিছুটা এগিয়ে ডানদিকে হাঁটাপথ ধরে কিছুটা এগোলেই এই জলাধারটি দেখতে পাওয়া যায়। পুরুলিয়ার নবীনতম পর্যটন স্থল হলো রঞ্জনডিহ জলাধার। একে আবার যোগমায়া সরোবরও বলা হয়। সোনাঝুড়ির জঙ্গলে ঘেরা এক নৈসর্গিক দৃশ্যের সমাহার মেলে এখানে। জলাধারটি সম্পূর্ণ নব নির্মিত একটি জলাধার।
সুন্দরবনের মতো এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। কম খরচে নৌকায় ভ্রমণেরও ব্যবস্থা আছে এখানে। সরকারি উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে রিসোর্টও। যেখানে মোট দশটিরও বেশি এসি ও ননএসি রুম আছে। যদিও রিসোর্টের বুকিং শুরু হয়নি এখনো। লকডাউনের সময়কালে গড়ে তোলা হয়েছে রিসোর্টগুলি। আগামীদিনে এখানে একটি পার্কও গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই স্থানের ছবি গত কয়েকমাস ধরে ভাইরাল হয়ে চলেছে।
সুন্দরবনের সাথে রঞ্জনডিহ জলাধারের তফাৎ শুধু একটাই, সুন্দরবনে জলে কুমির ডাঙায় রয়্যাল বেঙ্গল টাইগার লক্ষ্য করা যায় আর এখানে যায়না। সুন্দরবনে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় কিন্তু এখানে যায়না। কেবল সুন্দরবনের রূপের সাথে একশো শতাংশ মিল থাকার জন্যই একে 'পুরুলিয়ার সুন্দরবন' বলা হয়।
পুরুলিয়ার এই অঞ্চলের স্থানীয়দের মতে চলতি বছরে আসন্ন শীতে পর্যটকদের ভিড় উপচে পড়বে এখানে। সুন্দরবনের স্বাদ অল্প খরচে নিতে হলে আপনাকে অবশ্যই ঘুরে আসতেই হবে রঞ্জনডিহ জলাধার বা 'পুরুলিয়ার সুন্দরবন'।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment