বাংলা ও বাঙালির ঐতিহ্যকে সম্মান জানাতে পুজোর শুভেচ্ছাবার্তা পাঠালো ইংলিশ প্রিমিয়ার লীগ
বাঙালির দুর্গাপুজো এখন আর শুধু বাংলার মাটিতেই সীমাবদ্ধ নয়। দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে দুর্গাপুজো। বাংলার এক ঐতিহ্যবাহী এই উৎসব নিয়ে বাঙালির উন্মাদনার শেষ থাকে না। উন্মাদনা থাকবে নাই বা কেন, পৃথিবীতে এমন উৎসব খুবই কম আছে যা চারদিন ধরে চলে। মণ্ডপ ভ্রমণ, প্রতিমা দর্শন, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, খাওয়াদাওয়া সব মিলিয়ে পুজোর দিনগুলো যেভাবে বাঙালির কাটে তাতে তো বাঙালি পাগল হবেই৷
সারাবছর ধরে একটা উৎসবের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে। পুজো শুরু হওয়ার তিন থেকে চারমাস আগে থেকেই চলে পুজোর প্রস্তুতি পর্ব। নানা স্থানে নানা রকম মণ্ডপ গড়ে ওঠে। বিভিন্ন উপাদান দিয়ে গড়ে ওঠে মণ্ডপ। প্রতিটি মণ্ডপে ফুটে ওঠে শৈল্পিক কারুকার্য। বহু লোকের জীবিকা ও পেশা জড়িয়ে আছে পুজোর সাথে।
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চাহিদাও পূরণ করে দুর্গাপুজো। কেবল দুর্গাপুজো থেকেই গোটা রাজ্যে ৫০,০০০ কোটি টাকা লাভ হয়। গত বছর ইউনেস্কো থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উৎসবের আখ্যা দেওয়া হয় দুর্গাপুজোকে। বাঙালির আবেগ, ভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক উন্নতির জন্যও দুর্গাপুজোর যথেষ্ট অবদান আছে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে বাঙালির আবেগের কথা মাথায় রেখে ও সমগ্র বাঙালি জাতিকে সম্মান জানাতে বাংলাতে দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা পাঠালো 'ইংলিশ প্রিমিয়ার লীগ'। ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবগুলোর অন্যতম লীগ হলো 'ইংলিশ প্রিমিয়ার লীগ।' এই লীগ হলো ইউরোপের মধ্যে এক জনপ্রিয় লীগ। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাতে তারা লিখেছে "আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।"
ইংলিশ প্রিমিয়ার লীগের এমন শুভেচ্ছাবার্তাতে খুশী বাঙালি ফুটবলপ্রেমী মানুষেরা। এই শুভেচ্ছাবার্তাতে কেবল বাঙালি জাতিকেই নয়, বাঙালি ঐতিহ্য, কৃষ্টি ও ভাষাকে সম্মান দেওয়া হয়েছে। বাঙালির বিশ্বজোড়া খ্যাতি ও সাংস্কৃতিক প্রসারের গুরুত্ব এখন বুঝতে পারছে গোটা পৃথিবী। বাংলা ও বাঙালিকে তাদের উৎসবে যথাযোগ্য মর্যাদা দিতে 'ইংলিশ প্রিমিয়ার লীগে'র এই বার্তা এককথায় গর্বের।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment