Header Ads

সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে হারিয়ে যায় সেই সম্পর্ক, জয় মাজির কণ্ঠে মুক্তি পেল নতুন গান 'ভুল'


মাত্র একটা ভুল বোঝাবুঝিতেই একটা সম্পর্ক ও ভালোবাসা নষ্ট হয়ে যায়। তারপর হাজার চেষ্টা করলেও সেই সম্পর্ককে জোড়া লাগানো যায়না। তাই প্রতিটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে দুটি মানুষ একে অপরকে আদৌ ভুল ভাবে কিনা৷ সম্পর্কে এক মানুষের অপর মানুষকে অন্তর দিয়ে চেনা অত্যন্ত প্রয়োজনীয় কাজ৷ সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়া মানেই অচিরেই সেই সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। ঠিক এমনই একটি বিষয় উঠে এলো সঙ্গীতশিল্পী জয় মাজির গানে। যে গানের নাম 'ভুল'।


গত ২৯ শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই গানের মিউজিক ভিডিও। 'ভুল' শিরোনামের এই গানটিতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা অংশু বাচ ও অভিনেত্রী ঋতুপর্ণা বসাককে। যাদের প্রাণখোলা অভিনয় এই মিউজিক ভিডিওতে আপনাকে মুগ্ধ করবে। তারা দুজনে হৃদয় দিয়ে কাজ করেছেন। 

লকডাউনের সময়কালে চলতি বছরের জুলাই মাসে পুরুলিয়ার নৈসর্গিক লোকেশনে দৃশ্য নির্ধারণ করা হয় এই গানটির। সিনেমাটোগ্রাফি, দৃশ্যপট নির্বাচন, কালার গ্রেডিং ও সম্পাদনা যথেষ্ট উন্নতমানের। পরিচালক সৌরদীপ্ত চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। গানটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন বিশ্বরূপ হাওলাদার। এছাড়াও গানটির সিনেমাটোগ্রাফি করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও রাহুল মণ্ডল। 

রঞ্জন হাজরার কথা ও জয় মাজির সুরে তৈরি হয়েছে এই গান। বাংলাতে যে ধরণের দুঃখ পর্যায়ের গান তৈরি হয় তার থেকে অনেকটাই আলাদা এই গান। জয় মাজির সুরেলা কণ্ঠে শিহরণ তৈরি হয়েছে এই গানে। 'ভুল' নামের এই গানটির সম্পাদনা, ডিআই ও কালারিস্ট হিসেবেও কাজ করেছেন সৌরদীপ্ত চৌধুরী। এ গানটি রকরুলজ স্টুডিও পিকচার ও জয় মাজির প্রযোজনায় নির্মিত হয়েছে। বাংলা মৌলিক গানকে এক অন্য রূপ দিয়েছে এই গান। সহজ কথাই বলতে গেলে করোনার আবহে একটা আকর্ষণীয় কাজ হলো এই মিউজিক ভিডিওটি।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments