Header Ads

শিল্পসমাজের মুখে চওড়া হাসি, খুলতে চলেছে থিয়েটার, সিনেমা হল ও অডিটোরিয়াম


১২ ই আশ্বিন, ১৪২৭, মঙ্গলবারঃ- দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিল্পসমাজের মানুষের মুখে ফুটতে চলেছে চওড়া হাসি। আগামী ১ লা অক্টোবর থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে খোলা হচ্ছে রাজ্যের সমস্ত থিয়েটার, সিনেমাহল, অডিটোরিয়াম ও যাত্রাপাড়া। যাত্রাপালা, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠ এবং ম্যাজিক শোর মতো ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে করা যাবে সমস্ত অনুষ্ঠান। 

কয়েকদিন আগে দুর্গাপুজোর একটি গাইডলাইন বের হয়। তাতে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার কথা লেখা হয়েছিল। এতে ক্ষুদ্ধ হন বহু শিল্পী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পীবৃন্দরা আন্দোলন শুরু করে সোশ্যাল মিডিয়াতে। তাদের আন্দোলনের চাপে প্রশাসন বাধ্য হয়ে ১ লা অক্টোবর থেকে থিয়েটার থেকে শুরু করে যে-কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে।                    


কিছু নির্দিষ্ট নিয়মবিধি মেনে করা যাবে সমস্ত অনুষ্ঠান। সকলের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। হলে ঢোকার আগে সকলকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। রাজ্যের প্রতিটি সাংস্কৃতিক মঞ্চ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো খোলার জন্য প্রতিটি স্থানকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গেছে। অনেকদিন পর রাজ্যের প্রতিটি জেলায় জেলায় শুরু হতে চলেছে নানান সাংস্কৃতিক  অনুষ্ঠান৷ স্বভাবতই শিল্পের সাথে যুক্ত সকল মানুষের মুখে খুশীর জোয়ার।  

প্রায় ছয়মাস যাবৎ কর্মহীন ছিলেন বহু শিল্পী। লকডাউনে অনেক শিল্পীকে বদলাতে হয়েছে তাঁর পেশাও। লকডাউনে কোনো কোনো থিয়েটার শিল্পী কাজের অভাবে মাছের দোকান খুলেছে, কোনো কোনো সঙ্গীত শিল্পী কাজের অভাবে সেলুন খুলে বসেছে এমন অনেক চিত্রের দেখা মিলেছিল। শিল্পীদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল৷ আর কোনো চিন্তা নেই সবকিছু আবারো স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে। 

ইতিমধ্যেই সিঙ্গেল স্ক্রিন থেকে  মাল্টিপ্লেক্স সর্বত্র নতুন সিনেমা রিলিজের জন্য বিভিন্ন ফিল্ম ডিস্ট্রিবিউটরা কোন তারিখে কোন ছবি রিলিজ হবে তার তালিকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। পুজোতে কোন পরিচালকের কোন ছবি কটা হলে রিলিজ হবে তারও ব্যস্ততা লেগে গেছে। যাত্রা নির্দেশক ও অভিনেতা অনল চক্রবর্তী তাঁর নতুন যাত্রার চিত্রনাট্য লিখছে। সৃজিৎ মুখার্জী, ধ্রুব বন্দোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছে তাদের আগত নতুন ছবিগুলো মুক্তির জন্য। শিলাদিত্য মৌলিক তৈরি হচ্ছেন 'হৃদপিণ্ড' ছবির প্রচারের কাজে। 

নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, গৌতম হালদার ও পৌলোমী চট্টোপাধ্যায় নতুন নাটকের মহড়া শুরু করছেন। বাংলা ব্যান্ডগুলো সমস্ত অনলাইন কনসার্ট ১ লা অক্টোবরের আগে সেরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেন এক নতুন দিনের সূর্য উঠতে চলেছে৷ করোনা পরবর্তী নতুন দিনের আলো ফুটতে চলেছে আগামী ১ লা অক্টোবর থেকে। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments