ষড়রিপু নিয়ন্ত্রণের উপায় খুঁজুন ফোক ডায়েরিজের নতুন গান 'সহজ মানুষ' এ
লালন সাঁইজির গান মানেই সেই গানে লুকিয়ে থাকে সুবিশাল অন্তর্নিহিত অর্থ। তাঁর দেহতত্ত্ব, নবীতত্ত্ব, জীবনদর্শন ও সমাজতত্ত্বের গানগুলো আজও বাঙালির ঐতিহ্যবাহী নিদর্শন। তাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করে রাখার যথেষ্ট প্রয়োজন আছে। একটা জাতির সাংস্কৃতিক উপাদান যত বেশি বৃদ্ধি পাবে সেই জাতি তত বেশি উন্নতিলাভ করবে। লালনের গানের কথা, ছন্দ, সুর, তাল আজীবন থেকে যাওয়ার মতো। তাঁর গান অনন্তকালের যাত্রী।
চলতি সময়ে হিংসা-ক্রোধ-লালসা, ধর্মীয় বিদ্বেষ, অন্ধ রাজনীতি গ্রাস করছে সমাজকে। মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে দিন দিন। মানবতার যেন প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। মনের অভ্যন্তরে জমে থাকা ভালোবাসা-প্রেমের বদলে বাহ্যিক ঐশ্বর্য বড়ো করে দেখা যাচ্ছে মানুষের মধ্যে। এমন জটিল পরিস্থিতিতে গানের মাধ্যমে জেগে উঠুক মানুষের মানবিক সত্ত্বা।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপু। যাকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন হয়ে ওঠে পবিত্র। কিন্তু সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারছে না বহু মানুষ। ক্রোধের আগুনে নিজেকে পুড়িয়ে, লালসার আাঁধারে নিজেকে ডুবিয়ে, ঐশ্বর্যের মোহ ত্যাগ করতে না পেরে মদের জোয়ারে পুরো শরীর ভাসিয়ে এক একটা মানুষ মেরে ফেলছে তার দেহের মধ্যে বাস করা সহজ মানুষটাকে।
জীবনকে আমরা চাইলে অনেক সহজ করে নিতে পারি অথচ আমরা সহজ আর করছি কই? মানুষকে সহজ মানুষ খুঁজে আনতে হবে। এরকম একটি জ্বলন্ত সামাজিক বিষয় উঠে এলো ফোক ডায়েরিজের নতুন গান 'সহজ মানুষ' এ। লালন সাঁইজির অন্যতম জনপ্রিয় গান হলো 'সহজ মানুষ'। সঙ্গীতশিল্পী অর্কদীপ মিশ্রের কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে এই গান। গিটার, বেস গিটার, ড্রাম, পারকাশান, বাঁশি ও অ্যাকুয়াস্টিক গিটারের সংমিশ্রণে নতুন ভাবে পরিবেশন করা হয়েছে এই গান। 'সহজ মানুষ' গানে গিটার পরিবেশন করেছেন সায়ন দাস, বেস গিটার পরিবেশন করেছেন সন্দীপ সরকার, ড্রাম ও পারকাশান পরিবেশন করেছেন দীপ ঘোষ, অ্যাকুয়াস্টিক গিটার পরিবেশন করেছেন কুমারজিৎ নাথ এবং বাঁশি পরিবেশন করেছেন সুশ্রুতা গোস্বামী।
'সহজ মানুষ' গানের সবচেয়ে বড়ো আকর্ষণ হলো এই গানের ভিডিও। উন্নতি প্রযুক্তি ও চোখধাঁধানো লাইট ব্যবহৃত হয়েছে এই গানে। গানের ভিডিও আন্তর্জাতিক মানসম্পন্ন। তুহিন মিশ্রের ভাবনা ও প্রযোজনায় তৈরি হয়েছে গানের ভিডিও। ভিডিওটির প্রযোজনায় এম হাই এন্টারটেইনমেন্ট। ভিডিওর লাইট ডিজাইন করেছেন সৌরভ ঘোষ। গানের মিক্স ও মাস্টারিং করেছেন সায়ন দাস৷ গানের পোস্টার নির্মাণ করেছেন সুমনজিৎ টনি রায়। গানটি রেকর্ডিং করা হয়েছে মুন লাইট রেকর্ডিং স্টুডিও তে। ভিডিওর পুরো গঠনটি তৈরি করেছেন অর্পণ নাথ। ফোক ডায়েরিজের ষোলো তম গান হলো এই 'সহজ মানুষ'।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment