পুজোর মরসুমে সামিল হোন এসডিপি ভেঞ্চারের 'বাজলো পুজোর ঘন্টা' তে
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী। ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বাঙালির মুখে তাই আনন্দের জোয়ার। ঢাকে পড়লো কাঠি। আকাশে-বাতাসে সাজো সাজো রব। কাশেফুলের মেলা আর শিউলির গন্ধে মুখরিত দিকবিদিক।
পুজোর মরসুমে এসডিপি ভেঞ্চার নিয়ে আসছে একটি বিশেষ ডিজিটাল কনসার্টের। যার নাম 'বাজলো পুজোর ঘন্টা'। গানে-গল্পে পুজোর আগমন বার্তায় সকল বাঙালি কে মাতিয়ে রাখতে চোখ রাখুন আগামী ২৭ শে সেপ্টেম্বর রাত আটটার সময়। আজই বুক করে নিতে পারেন এই অনুষ্ঠানের টিকিট।
সমগ্র অনুষ্ঠানটি হোস্ট করতে চলেছেন নন্দিনী দাস এবং শুভজিৎ দাস৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রকৃতি, জয়া, কৃতি, দীপা, তমালিকা ও শুভমের মতো একঝাঁক আর্টিস্ট। একদম মনের মতো একটি অনুষ্ঠান দেখার সুবর্ণ সুযোগ করছে এসডিপি ভেঞ্চার৷
পুজোর আগে নিত্যনতুন বিনোদন উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই ডিজিটাল কনসার্ট। এই কনসার্টে আপনিও খুঁজে পাবেন নিজেকে। মনের মতো গল্প, মনের মতো গান শুনুন ও হাসি-ঠাট্টা-মজা করে উপভোগ করুন পুরো আড্ডা। পুজোর আগে এই কনসার্ট আপনার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে বহুদিন। তাহলে আর দেরি কেন? আজই বুক করে ফেলুন টিকিট। নাহলে বড়ো কিছু মিস করতে পারেন আপনি।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment