বিশ্বের ১০০ টি বিজ্ঞান নগরীর তালিকায় উঠে এলো কলকাতার নাম, বিশ্বের কাছে মাথা উঁচু হলো বাংলার
এবছর 'শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার' সম্মান পেতে চলেছেন সাত বাঙালি বিজ্ঞানী। এই খবরই এখন ভাসছে টেলিভিশন থেকে বিভিন্ন সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া সর্বত্র। বাঙালি যে বিজ্ঞানচর্চায় মোটেও পিছিয়ে নেই তার প্রমাণ এখন হাতেনাতে ধরা পড়ছে। সাত বাঙালি বিজ্ঞানী দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন, বাঙালির কাছে যা অত্যন্ত গর্বের খবর। এবার আরো একটি সংবাদ আপনাদের গর্ব দ্বিগুণ বৃদ্ধি করবে। সেই সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি।
বিশ্বের সেরা একশোটি বিজ্ঞান নগরীর তালিকায় স্থান পেল কলকাতা। কোভিডের মতো শোচনীয় পরিস্থিতিতে স্বস্তির খবর মিলল রাজ্যে। দ্য নেচারের মতো বিশ্বের তাবড়-তাবড় ৮২ টি জার্নালের এক সার্ভের ভিত্তিতে উঠে এসেছে এই তথ্য। এই সার্ভেতে দেশ-বিদেশের প্রায় ৬০০০ বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করেছিলেন। বিশ্বের সেরা একশোটি বিজ্ঞান নগরীর মধ্যে কলকাতার স্থান ৯৯।
দ্য নেচারের রিপোর্ট অনুযায়ী তারা জানিয়েছে বিজ্ঞান নগরীর তালিকা নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলি বিষয় মাথায় রাখা হয়েছিল। যেমন উচ্চতর গবেষণা ও উন্নয়ন ব্যয়, গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্র গড়ে তোলার কাঠামো, বিজ্ঞান বিশেষজ্ঞদের সংখ্যা বৃদ্ধি, বিজ্ঞানের নানান সুবিধা, বিজ্ঞানের প্রতি শহরের মানুষদের একাগ্রতা ও বৈশ্বিক বিজ্ঞানের প্রতিভা আকৃষ্ট করার ক্ষমতা প্রভৃতি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
গত বছর বিজ্ঞান নগরী হিসেবে যেখানে কলকাতার স্থান ছিল ১২১ নম্বরে সেখানে এ বছর এক লাফে কলকাতা স্থান পেল ৯৯ নম্বরে। ভারতের অন্যান্য শহরগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের রেঙ্কিং পিছিয়ে গেছে। যেমন ব্যাঙ্গালোরের স্থান ছিল গত বছর ৯৩ নম্বরে আর এ বছর তাদের স্থান পিছিয়ে ৯৭ নম্বরে দাঁড়িয়েছে৷ মুম্বাইয়ের স্থান ছিল গত বছর ১২৮ নম্বরে আর এ বছর তাদের স্থান পিছিয়ে ১৩২ নম্বরে দাঁড়িয়েছে। দিল্লির চিত্রটা আরো খারাপ তাদের স্থান যেখানে গত বছর ১৪৫ ছিল সেখানে এ বছর তাদের স্থান পিছিয়ে ১৬৩ নম্বরে দাঁড়িয়েছে। মানে বোঝাই যাচ্ছে যে কলকাতা বাদে ভারতের অন্যান্য শহরগুলো বিজ্ঞানচর্চায় দুর্বল হয়ে চলেছে ক্রমশ।
কলকাতা ১২১ থেকে ৯৯ নম্বর মানে ২২ টি শহরকে টেক্কা দিয়ে কলকাতাকে এগোতে হয়েছে। গত এক বছরে বিজ্ঞানচর্চায় আমূল পরিবর্তন ঘটেছে কলকাতার বুকে। এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর ব্যাঙ্গালোরকে পিছনে ফেলে ভারতের সেরা বিজ্ঞান নগরী হিসেবে স্থান করবে কলকাতা। পৃথিবীর মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে বেজিং, নিউইয়র্ক, বস্টন, সাংহাই, সানফ্রান্সিসকোর নাম।
কলকাতার এমন সাফল্যে সমগ্র বিশ্বের কাছে মাথা উঁচু হলো বাংলার। আগামীদিনে এই জায়গাটাকে আরো বেশি প্রসারিত করতে জোর দিতে হবে বাংলার প্রতিটি বিজ্ঞান সচেতন নাগরিকদের।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment