শহরবাসীকে বই পড়ার অন্যরকম স্বাদ দিতে আজ থেকে যাত্রা শুরু দেশের প্রথম 'ট্রাম লাইব্রেরি'র
কলকাতা মানেই 'সিটি অফ জয়'। কলকাতার আনাচে-কানাচে ছড়িয়ে আছে নানা নিদর্শন। ভারতের একমাত্র শহর হলো কলকাতা যেখানে লক্ষ্য করা যায় ট্রাম চলাচল। ট্রাম হলো কলকাতার এক আলাদা প্রাণ। ১৮৭৩ সালে কলকাতার বুকে যাত্রা শুরু হয় ট্রামের। সর্বপ্রথম কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলাচল করতো। পরবর্তীকালে ১৯০২ সালে ঘোড়ার পরিবর্তে ইলেকট্রিক ট্রাম চলা শুরু হয়।
কলকাতা শহরকে কলকাতা বলে চেনা যায় পিচঢালা রাস্তার ওপর দাগ কাটা লোহার লাইনের ওপর যখন ঘন্টা বাজিয়ে ট্রাম চলে যায়। দু-কামরার কুঠুরি বিশিষ্ট এই যানবাহনে চড়ার মজাই যেন আলাদা। ট্রাম না চললে কলকাতাকে কলকাতা বলে বাঙালি ভাবতেই পারবে না। কলকাতার সৌন্দর্যায়নের অদ্বিতীয় বস্তু হলো ট্রাম৷
কবি অনির্বাণ সিনহার "তিনশ' বছরের কলকাতা" কবিতায় ট্রামকে নিয়ে বলেছেন "ফুটপাথে হকারের জুড়ে দুইধার, কেনা-বেচা, দরাদরি - চলা সেথা ভার৷ ট্রামলাইনে লোক হয়ে নিরুপায়, যেতে গিয়ে চড়ে চাপা- এই কলকাতায়"। জীবনানন্দ দাশের কলকাতা প্রেমেও ট্রামের কথা উঠে আসে৷ কবি অজিতেশ নাগের 'কলকাতায় দুপুরবেলা' কবিতাও ট্রামের কথা লেখা আছে।
কলকাতায় এককালে যে পরিমাণ ট্রাম চলতো আজকাল সেই পরিমাণ ট্রাম আর চলেনা। মাঝখানে শোনা যাচ্ছিল কলকাতায় ট্রাম নাকি বন্ধ হয়ে যাবে৷ কিন্তু পরিবহন দপ্তর ট্রাম বন্ধ করতে রাজী হয়নি। তারা ট্রামের পরিকাঠামো উন্নতিতে জোর দিতে থাকে। লকডাউন শুরু হওয়ার পর বন্ধ রাখা হয় ট্রাম চলাচল। আজ থেকে আবারো স্বাভাবিক হচ্ছে ট্রাম চলাচল।
আজ থেকে কলকাতায় চালু হচ্ছে দেশের প্রথম 'ট্রাম লাইব্রেরি'। আগে ট্রামের ঘটাং ঘটাং শব্দে এসপ্ল্যানেড থেকে কলেজস্ট্রিট পার হওয়ার সময় ট্রামের জানালা থেকে বইয়ের স্বাদ নিতে হতো। এবার থেকে ট্রামেও পড়া যাবে বই। ট্রামের ভেতরে থাকছে লাইব্রেরি। বইপ্রেমী মানুষদের বই পড়ার স্বাদ বদলাবে 'ট্রাম লাইব্রেরি'।
শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট হয়ে এসপ্ল্যানেডগামী ট্রাম রাস্তায় কম করে তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই পথে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ বইবাজার কলেজ স্ট্রিট। এই পথেই চলাচল করবে 'ট্রাম লাইব্রেরি'। এই ট্রামে থাকছে বিভিন্ন গল্পের বই, পাঠ্যপুস্তক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বই। কেবল বই পড়াই নয়, লিটারেরি ইভেন্ট, বইপ্রকাশের মতো অনুষ্ঠানও করা যাবে এই বিশেষ যাত্রীবাহী ট্রামে। প্রতি নভেম্বর মাসে ট্রাম কোম্পানির তরফে ট্রাম লিট ফেস্টেরও পরিকল্পনা করা হয়েছে। ট্রাম লাইব্রেরির প্রথম সপ্তাহে যাত্রীরা টিকিটের সঙ্গে পাবেন একটি করে সুদৃশ্য কলম।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment