Header Ads

বাংলা ভাষা একতা মঞ্চের আন্দোলনের চাপে মালদার এফএম চ্যানেলে ফিরে এলো বাংলা গান


বাংলা গানও বাংলা ভাষার এক বৃহৎ অঙ্গ। গানের মাধ্যমে  সহজে তুলে ধরা যায় বাঙালি জাতিসত্বাকে। স্বাধীনতার প্রাক্কালে বাংলাতে রচিত বিভিন্ন দেশাত্মবোধক গান যেমন 'একলা চলো রে', 'মায়ের দেওয়া মোটা কাপড়', 'মুক্তির মন্দির সোপান তলে', 'কারার ঐ লৌহকপাট', এই গানগুলো জাগিয়ে তুলেছিল বাঙালি জাতীয়তাবাদকে। এই গানগুলো আজও বাঙালিকে ঐক্যবদ্ধ করার সাহস জোগায়। বাংলা গান যে কতটা শক্তিশালী তার প্রমাণ লুক্কায়িত এই গানগুলোতে। 


বাংলার রেডিওতে একটা সময় সব রকমের বাংলা গান শোনা যেত। বাড়িতে বাড়িতে ভেসে আসতো বাংলা গানের আওয়াজ৷ রিয়্যালিটি শো বলুন বা টিভির সাধারণ গানের অনুষ্ঠান সবেতেই বাংলা গানের রমরমা। পাড়াতে পাড়াতেও বাংলা গানের কত অনুষ্ঠান, কত প্রতিযোগিতা চলতো। সেইসব এখন ইতিহাস। বর্তমানে বাংলার বুকে কোনো অনুষ্ঠানে মাইকে বাংলা গান বাজাতে পারাটাও একটা বীরত্বের কাজ। 

বাংলার রেডিও বা এফএম চ্যানেলগুলো যেভাবে প্রতিদিন বাংলা গানকে কোণঠাসা করছে তাতে হয়তো রেডিওতে খুব বেশিদিন বাংলা গান থাকবে না বললেই চলে। বাংলা গানের পরিসরও যেন দিন দিন কমছে৷ তাহলে বাংলা গান কী ধ্বংস হয়ে যাবে? না, বাংলা গান কখনোই ধ্বংস হবে না। এ প্রজন্মের নতুন নতুন শিল্পীরা যেভাবে বাংলা গান বানাচ্ছে এবং বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্য তারা যেভাবে লড়াই চালাচ্ছে তাতে বাংলা গান আবারো আগের জায়গাতে ফিরে যাবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই বললেই চলে।
 
গত ১৯ শে সেপ্টেম্বর বাংলা ভাষা একতা মঞ্চের একটি বিশেষ কর্মসূচী বাংলা গানকে বাঁচাতে নতুন অক্সিজেন জোগালো। তারা মালদার এক এফএম চ্যানেলের অফিসে বাংলা গান না চালানোর প্রতিবাদে একটি ডেপুটেশন দেয়। এই ডেপুটেশনের মাধ্যমে তারা দাবী জানায় যে প্রাইম টাইম ও প্রাইম টাইম ছাড়াও বেশি সময় ধরে বাংলা গান বাজাতে হবে। বাংলা চলচ্চিত্র, বাংলা ব্যান্ড ও নব্যশিল্পীদের গানগুলো বাংলার সাধারণ মানুষকে শোনানোর সুযোগ করে দিতে হবে। 

ডেপুটেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ফলাফল পাওয়া যায়নি৷ ডেপুটেশন জমা দেওয়ার ঠিক দশ ঘন্টা পর এক বড়োসড়ো সাফল্য পেল বাংলা ভাষা একতা মঞ্চ। দশ ঘন্টার মধ্যেই সেই এফএম চ্যানেলে ফিরে এলো বাংলা গান। মালদার বুকে এমন সাফল্য অর্জন করে তারা বাংলা গানকে সহজে বাঁচানোর নতুন রাস্তা দেখালো। তারা বারংবার প্রচারের আড়ালে থেকেও এমন কাজ করে চলেছে প্রতিনিয়ত। যা বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের ভীত অনেকটাই শক্তিশালী করে তুলছে।  

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments