Header Ads

বিদ্যাসাগরের জন্মদিনকে 'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে পালন করবে বাংলা পক্ষ


৮ ই আশ্বিন, ১৪২৭, শুক্রবারঃ- আগামী ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বাংলা গদ্য সাহিত্যের জনক তথা বিশিষ্ট শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো তম জন্মবার্ষিকী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বাংলা লিপি সংস্কার করেছিলেন। তিনি যেমন বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন ঠিক তেমনই বাংলার শিক্ষাব্যবস্থা, নারীশিক্ষা বিস্তার, বিধবা বিবাহ আইন প্রচলনের মতো জনকল্যাণমূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মদিন পালনে বৃহৎ উদ্যোগ নিচ্ছে ভারতে বাঙালির জাতীয়তাবাদী সংগঠন 'বাংলা পক্ষ'। তাদের দাবী গোটা ভারতে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হলেও ৫ ই সেপ্টেম্বর বাদ দিয়ে ২৬ শে সেপ্টেম্বর বাংলাতে পালন করা হোক 'জাতীয় শিক্ষক দিবস'। অন্যান্য বছরের মতো এ বছরও তারা বিদ্যাসাগরের জন্মদিনকে 'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে পালন করবে। 

সংগঠনের পক্ষ থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ২৬ শে সেপ্টেম্বর দিনটিকে যেন রাষ্ট্রীয় শিক্ষক দিবস' হিসেবে পালন করা হয়৷ একইসঙ্গে রাজ্য প্রশাসনকে চিঠি লিখে জানিয়েছে যে বাংলাতে ২৬ শে সেপ্টেম্বর দিনটি 'জাতীয় শিক্ষক দিবস' হিসেবে পালন করা হোক৷ রাজ্য প্রশাসন থেকে এ দিনটিকে 'রাষ্ট্রীয় শিক্ষক দিবসে'র মর্যাদা দিতে ভারতের যুক্তরাষ্ট্রীয় প্রশাসনের ওপর দরবার করুক৷   

'জাতীয় শিক্ষক দিবসে'র প্রসঙ্গে বাংলা পক্ষের অন্যতম সদস্য কৌশিক মাইতি বলেন "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ও বাঙালির জাতীয় শিক্ষক। বাংলা তথা ভারতের শিক্ষা বিস্তারে তিনি অদ্বিতীয়। নারী শিক্ষা প্রসারে তাঁর অবদান গোটা পৃথিবীতে স্বীকৃতির দাবী রাখে।" 

বিদ্যাসাগরের আদর্শকে সামনে রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মদিন জাঁকজমক ভাবে পালন করতে চলেছে 'বাংলা পক্ষ।' বাংলার ২১ টি জেলার শিক্ষাব্রতী ব্যক্তিত্বদের হাতে ঐদিন তুলে দেওয়া হবে 'বাংলার জাতীয় শিক্ষক সম্মান ১৪২৭'। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments