Header Ads

'বিশ্ব অনলাইনে যোগাসন' প্রতিযোগিতায় রৌপ্য জয়ী অনন্যা সরকারকে সংবর্ধনা জানালো 'বাংলা পক্ষ'


চলতি বছরের আগস্টে তুরস্কে আয়োজিত বিশ্ব অনলাইন যোগাসন প্রতিযোগিতায় ভারতের হয়ে রৌপ্য পদক জেতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার  অন্তর্গত বাঞ্চেটিয়ার অনন্যা সরকার। যার বয়স মাত্র চৌদ্দ বছর। স্কুলের এক শিক্ষকের কাছে মেয়েটি শিখেছিল জিমনাস্টিক। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই অংশগ্রহণ করে বহু পুরস্কার অর্জন করেছে অনন্যা। 


অনন্যার বাবা একজন টোটো চালক। মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য রোজগার করে তার বাবা৷ মেয়ের এমন সাফল্যে বেজায় খুশি হন তিনি। তার কষ্টের দাম একটু হলেও মিটিয়েছে মেয়ে অনন্যা। তিনি মেয়ের নাম একদম ঠিকই রেখেছেন।  মেয়ে যে কাজে সত্যি সত্যিই অনন্যা। তুরস্কের ভার্চুয়াল যোগা অলিম্পিকে দ্বিতীয় স্থান করে গোটা বাংলাকে চমকে দিল সে। 

অনন্যা সরকার নবম শ্রেণির একজন ছাত্রী। সে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিল তুরস্ক ভার্চুয়াল যোগা অলিম্পিকের কথা। সেখানে অংশগ্রহণ করেই বাজিমাৎ অনন্যার। অংশগ্রহণের পর ইউটিউবের মাধ্যমে সে জানতে পারে ফলাফল। তার সাফল্যে উল্লসিত হয় তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, তার বাবা-মা, পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা।

গত ২১ শে সেপ্টেম্বর মুর্শিদাবাদ বাংলা পক্ষর তরফে মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে অনন্যা সরকারকে সংবর্ধনা জানানো হয়। সে যাতে আগামীদিনে আরো বেশি করে বাংলার মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য তাকে উৎসাহ পর্যন্ত দেওয়া হয়। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments