বাংলার আদর্শ শিক্ষক বরুন বিশ্বাসকে 'জাতীয় শিক্ষক সম্মান' উৎসর্গ করলো 'বাংলা পক্ষ'
১০ ই আশ্বিন, ১৪২৭, রবিবারঃ- বরুন মরে নাই, বরুনদের মৃত্যু নেই। বিদ্রোহী মারা গেলেও বিদ্রোহের আগুন কখনো নিভে যায়না। বরুন বিশ্বাসের দেখানো পথে সুঁটিয়া গ্রাম নতুন দিনের স্বপ্ন দেখে। প্রায় কুড়ি বছর আগে অপরাধের বিষবাষ্পে ফুটতে থাকা সুঁটিয়া গ্রাম যে গ্রাম পরিণত হয়েছিল ধর্ষণ গ্রামে, সেই গ্রামের বুকে শান্তি ফিরিয়ে এনেছিলেন। বাংলার ঘরে জন্মানো এক প্রতিবাদী আদর্শবান শিক্ষক বরুন বিশ্বাস।
শিক্ষার আলোকে বাংলার ঘরে ঘরে জ্বালতে চেয়েছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাঁকে একদিন রাজনৈতিক দুষ্কৃতিদের হাতে খুন হতে হয়েছিল। কিন্তু তাঁর আদর্শ বেঁচে আছে আজও৷ গোটা বাংলা মনে রেখেছে তাঁর অবদান।
গত ২৬ শে সেপ্টেম্বর ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী। রাজ্যজুড়ে গতকাল পালিত হয়েছে এই বিশেষ দিনটি৷ ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ এ দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করলো৷ জেলায় জেলায় তারা বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছিল। রাজ্যের ২১ টি জেলার শিক্ষাব্রতী ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে তাদের হাতে তুলে দেওয়া হয় 'জাতীয় শিক্ষক সম্মান ১৪২৭'।
বাংলা পক্ষের উদ্যোগে এ বছর বরুন বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে তাঁকে উৎসর্গ করা হলো 'জাতীয় শিক্ষক সম্মান ১৪২৭'। বরুন বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। একই সাথে সুঁটিয়াতে উপস্থিত বাংলা পক্ষের সদস্যরা বরুন বিশ্বাসের স্মৃতিস্তম্ভে পুষ্প ও ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। বরুণ বিশ্বাসকে এমন সম্মান জানানোর জন্য খুশী তাঁর বাড়ির সদস্য ও গ্রামবাসী সকলেই। এমনকি বাংলা পক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু শুভানুধ্যায়ী মানুষেরা।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment