আবারো বাঙালির জয়জয়কার, দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান 'শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার' পাচ্ছেন ৭ বাঙালি বিজ্ঞানী
১০ ই আশ্বিন, ১৪২৭, রবিবারঃ- বাঙালির জয়ের চাকা কখনো থেমে থাকেনা। বিজ্ঞান হোক বা সাহিত্য কোনোকিছুতে বাঙালি পিছিয়ে নেই। ভাটনগর পুরস্কারে জয়জয়কার বাঙালি বিজ্ঞানীদের। ভারতের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ভাটনগর পুরস্কারের তালিকায় উঠে এলো সাত বাঙালি বিজ্ঞানীর নাম। যারা বলেন যে বাংলায় নাকি ভালো বিজ্ঞানচর্চা হয়না তাদের মুখে কুলুপ এঁটে দেওয়ার মতো সুসংবাদ এলো বাংলার ঘরে।
ভাটনগর পুরস্কারের সাতটি বিভাগে চৌদ্দজন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে। প্রতি বছর কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদান করা হয় 'শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার'। চৌদ্দজন বিজ্ঞানীর নামের যে তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে সাতজন বাঙালি বিজ্ঞানীর নাম।
গণিত, ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চিকিৎসা ও পদার্থবিজ্ঞানের মতো সাতটি বিষয়ে দেওয়া হয় এই পুরস্কার। ৪৫ বছরের কমবয়সী বিজ্ঞানী ও গবেষকদের এই পুরস্কারে মনোনীত করা হয়। 'শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে'র অর্থমূল্য পাঁচ লক্ষ টাকা। গত বছর 'শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার' অর্জন করেন পাঁচ বাঙালি বিজ্ঞানী। বায়োলজিক্যাল সায়েন্সে সৌমেন বসাক, ফিজিক্যাল সায়েন্সে তাপসকুমার মাজি, শঙ্কর ঘোষ ও অনিন্দ্য সিনহা এবং অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্সে সুবিমল ঘোষ জেতেন এই পুরস্কার।
২০২০ সালে 'শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার' তালিকায় থাকা সাতজন বাঙালি বিজ্ঞানীরা হলেন ডঃ দেবজ্যোতি চক্রবর্তী, ডঃ শুভদীপ চট্টোপাধ্যায়, ডঃ অভিজিৎ মুখার্জী, ডঃ রজত শুভ্র হাজরা, ডঃ সূর্যেন্দু দত্ত, ডঃ কিংশুক দাশগুপ্ত ও ডঃ সুরজিৎ ধাড়া।
তরুণ গবেষক ডঃ দেবজ্যোতি চক্রবর্তী তাঁর আবিষ্কৃত কোভিড কিট 'ফেলুদা'র জন্য সম্মানিত হতে চলেছেন ভাটনগর পুরস্কারে। সিএসআইআর কয়েকদিন আগে জানিয়েছিল যে 'ফেলুদা' করোনার সার্স কোভিড টু ভাইরাসের জিনোমিক ক্রম শনাক্ত করবে। দ্রুতগতিতে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে এই কিটে। এই কিটের খরচও যথেষ্ট কম। কোভিড শনাক্তকরণের জিনোম এডিটিং প্রযুক্তি হলো 'ফেলুদা'।
জীববিজ্ঞান বিভাগ থেকে সম্মানিত হচ্ছেন সেন্টার ফর ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ও ডায়াগনস্টিক্সের ডঃ শুভদীপ চট্টোপাধ্যায়। তিনি গবেষণা করছেন অর্থকরী ফসলের পরজীবি ও উদ্ভিদে ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ে। ভূবিজ্ঞান বিষয়ে সম্মানিত হচ্ছেন আইআইটি খড়্গপুরের ডঃ অভিজিৎ মুখোপাধ্যায় এবং আইআইটি বম্বের ডঃ সূর্যেন্দু দত্ত। ডঃ অভিজিৎ মুখোপাধ্যায় গবেষণা করছেন ভূগর্ভস্থ জল নিয়ে এবং ডঃ সূর্যেন্দু দত্ত গবেষণা করছেন খনিজ তেল ও শিলাতে হাইড্রোকার্বনের উপস্থিতি নিয়ে।
পদার্থবিজ্ঞান বিভাগে সম্মানিত হচ্ছেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া। তিনি গবেষণা করছেন উন্নতমানের 'লিকুইড ক্রিস্টাল' টেকনোলজি নিয়ে। ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগে সম্মানিত হচ্ছেন ভাবা রিসার্চ সেন্টারের বিজ্ঞানী ডঃ কিংশুক দাশগুপ্ত। তিনি গবেষণা করছেন ন্যানো সায়েন্স ও ন্যানো মেটিরিয়াল নিয়ে। গণিত বিভাগে সম্মানিত হচ্ছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের অধ্যাপক ডঃ রজতশুভ্র হাজরা। তিনি আবিষ্কার করেছেন নানা রকমের নেটওয়ার্ককে ভালোভাবে বুঝতে প্রোবাবিলিটি তত্ত্বের সাহায্যে গাণিতিক মডেল।
এই সাত বাঙালি বিজ্ঞানী ছাড়াও নাম রয়েছে বাংলার জ্যোতির্ময়ী দাসের। যিনি কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের একজন অধ্যাপক। তিনি গবেষণা করছেন ডিএনএ ও আরএনএ নিয়ে। জন্মসূত্রে তিনি ওড়িশার কিন্তু বিবাহ ও কর্মসূত্রে তিনি বাংলার অধিবাসী। তিনি সম্মানিত হচ্ছেন রসায়ন বিভাগ থেকে।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment