Header Ads

ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একমাস ব্যাপী দশ বছর পূর্তি উদযাপন করলো 'স্রোত'


মুর্শিদাবাদের প্রান্তিক ব্লক লালগোলা থেকে দীর্ঘ দশ বছর ধরে তরুণ প্রতিভাবান কবি তথা লেখক অয়ন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে লিটল ম্যাগাজিন 'স্রোত'। বর্তমানে 'স্রোত' পত্রিকা মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে কলকাতাসহ বাংলার বিভিন্ন জায়গাতে অত্যন্ত পরিচিতি লাভ করেছে। অতিরিক্ত পরিশ্রম, মনন ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এ পত্রিকার উন্নতি ঘটিয়েছেন অয়ন চৌধুরী।    


দশ বছর পূর্তি উপলক্ষে বর্তমান পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে একমাস ব্যাপী অনলাইন উদযাপনের আয়োজন করা হয়। গত ১৫ ই জুলাই থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত চলে এই অনুষ্ঠান। 'ফিরে দেখা দশ বছর' শিরোনামে উদযাপন করা হয় এই অনুষ্ঠানের। নানান আলোচনা, সাক্ষাৎ ও কবিতা-গল্প পাঠের মাধ্যমে উদযাপন করা হয় অনুষ্ঠানগুলোর।

করোনার আবহে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন, উনিশে মে পালন, স্বাধীনতা দিবস ও রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠান সবকিছুই অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলা হচ্ছে। নিত্যনতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়িতে বসে এখন অনেকেই বিভিন্ন ওয়েবিনার ও অনুষ্ঠানের আয়োজন করছেন৷ বহু মানুষ আগ্রহ সহকারে সেইসব অনুষ্ঠান দেখছেন ও বহু মানুষের মুখে প্রশাংসাও পাচ্ছে সেইসব অনুষ্ঠান। 

'স্রোত' আয়োজিত তাদের আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য কবি-সাহিত্যিক ও শিল্পীরা। শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ, ইতালি ও আমেরিকার কবিরাও উপস্থিত ছিলেন তাদের অনুষ্ঠানে।    
   
বাংলা সাহিত্যের দুই ব্যতিক্রমী কবি শম্ভু রক্ষিত ও পিনাকী ঠাকুরের কবিতা নিয়ে অনুষ্ঠিত দুটো অনুষ্ঠান দারুণ ভাবে সাড়া ফেলে দেয়। বাংলা ভাষার এই দুই অন্ধকারাচ্ছন্ন কবিকে নিয়ে পশ্চিমবঙ্গে সম্ভবত প্রথম উদ্যোগ স্রোতই নিয়েছে। বিশিষ্ট অধ্যাপক, সাংবাদিক, প্রাবন্ধিক,  চিন্তকদের দেখাও মিলেছে আলোচনাগুলোতে। বিশিষ্ট ইতালিয়ান কবি পিনা পিকালো ও আমেরিকান কবি ল্যান্স হেনসনের আলোচনা বাংলা কবিতার আলোচনার ক্ষেত্রে একটি ট্রান্সকালচারাল ডায়ালগ তৈরি করল যা যে-কোনো শিল্পচর্চার ক্ষেত্রেই অতি গুরুত্বপূর্ণ। বিনয় মজুমদার ও দেবারতি মিত্রের কবিতা নিয়ে বিশেষ আলোচনা সভায় ডঃ অনির্বাণ ভট্টাচার্য ও অর্ক চট্টোপাধ্যায়ের আলোচনা বাংলা কবিতার চর্চায় বিশেষ মাত্রা যোগ করতে পারে। 'ফিরে দেখা দশ বছর' এর অন্তিম দিনে লিটল ম্যাগাজিন প্রকাশের দার্শনিকতা নিয়ে আলোচনা করেন 'স্রোত' এর সম্পাদক অয়ন চৌধুরী।

কবিতা ও কবিতার দার্শনিক পাঠ এই সমগ্র অনুষ্ঠানের প্রধান অভিমুখ। একমাস যাবৎ বিশাল অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছে 'স্রোত'।  
        
প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক 

No comments