Header Ads

রবীন্দ্র ভাবনার ওপর নির্মিত এক অনবদ্য ছবি 'মননে রবীন্দ্রনাথ'


বাঙালির জীবন থেকে মনন শব্দটা যেন হারিয়ে যাচ্ছে। মনন শব্দের অর্থ হলো চিন্তা। আমরা কোনো কাজ করতে গেলে কেবল চিন্তাই করে যায় কিন্তু মননের কথা ভুলে যাই। মনন শব্দটাকে বাঁচানো প্রতিটি বাঙালির কর্তব্য। কারণ বাংলা ভাষার অভিধান থেকে যদি মননের মতো একটার পর একটা শব্দ যদি খসে পড়তে শুরু করে তাহলে বাংলা ভাষার শব্দভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে। 


বহু বাঙালি বাংলা ভাষার প্রতি জোর না দিলেও কেউ না কেউ তো বাংলা ভাষাকে প্রাণ দিয়ে ভালোবেসে চলেছে। তাই যারা বাংলা ভাষার প্রেমে আপ্লুত তাদের শত কোটি প্রণাম। বাঙালির খুব বেশি না এক শতাংশ মানুষও যদি বাংলা ভাষার কথা ভাবতে থাকে তবুও মনন শব্দটা বেঁচে যেতে পারে৷ 

যে সমস্ত বাঙালি মনন শব্দটা বুক পেতে আঁকড়ে রেখেছে তাদের মননে কেবল একজন মহাপুরুষের কথাই স্মরণে আসে তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো কদিন আগেই আমরা পেরিয়ে  এলাম তাঁর প্রয়াণ দিবস ২২ শে শ্রাবণ। করোনার আবহে সকলে নিজস্ব মননে রবীন্দ্রনাথকে স্মরণ করলো। বাঙালি কিচ্ছু পারুক বা না পারুক রবীন্দ্রনাথকে অন্তর দিয়ে বাঁচিয়ে রেখেছে। এটাই বা ভাষার জন্য কম কী। 

রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাতে পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায় নির্মাণ করলেন নতুন বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি 'মননে রবীন্দ্রনাথ'। যে ছবির গল্পে উঠে এসেছে একটি রবীন্দ্র অনুরাগী মেয়ের রবীন্দ্র  প্রেমের গল্প। ছবিতে অভিনয় করেছেন গান্ধবী খাটুয়া ও সিতাংশু খাটুয়া। ছবির আবহসঙ্গীত ও সম্পাদনায় অভিজ্ঞান খাটুয়া। ছবির ভাবনা ও পরিচালনায় অনির্বেদ চট্টোপাধ্যায়। 

করোনার আবহে অনলাইনে অনেকে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছেন। তার আগের যে প্রস্তুতি তার দৃশ্যও উঠে এসেছে এই ছবিতে। আর ছবির শেষের মুহূর্তে 'আজি হতে শতবর্ষ পরে' কবিতার ব্যবহারও একবাক্যে অতুলনীয়। ছবির সিনেমাটোগ্রাফি, সাজসজ্জা, আলোকসজ্জা, মুখ ভঙ্গিমা সবকিছুই মনে রাখার মতো৷ মাত্র সাত মিনিটেই রবীন্দ্রনাথের মননকে বৃহৎ আকারে তুলে ধরেছেন অনির্বেদ চট্টোপাধ্যায়। 

প্রতিবেদন- সুমিত দে

No comments