Header Ads

তুরস্ক ভার্চুয়াল যোগা অলিম্পিকে রৌপ্য জয় বাঙালি কন্যার


কে বলেছে বাঙালি দুর্বল? যারা বলে বাঙালিরা দুর্বল তারা ভুলের স্বর্গে বসবাস করে। সাহিত্য হোক বা খেলাধুলা, সবেতেই বেরিয়ে আসে বাঙালির প্রতিভা। বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে থাকে বাঙালির প্রতিভা। বাংলার খুদে কিংবা তরুণ সব্বাই বহন করে প্রতিভার স্বাক্ষর। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ থেকে এলো একটি আকর্ষণীয় সংবাদ। 


সম্প্রতি তুরস্কে আয়োজিত ভার্চুয়াল যোগা অলিম্পিকে ভারতের হয়ে রৌপ্য পদক জয় করলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বাঞ্চেটিয়ার একটি চৌদ্দ বছরের কন্যা অনন্যা সরকার। স্কুলের এক শিক্ষকের কাছে মেয়েটি শিখেছিল জিমনাস্টিক। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই অংশগ্রহণ করে বহু পুরস্কার অর্জন করেছে অনন্যা। 

অনন্যার বাবা একজন টোটো চালক। মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য রোজগার করে তার বাবা৷ মেয়ের এমন সাফল্যে বেজায় খুশি তিনি। তার কষ্টের দাম একটু হলেও মেটালো মেয়ে অনন্যা। তিনি মেয়ের নাম একদম ঠিকই রেখেছেন।  মেয়ে যে কাজে সত্যি সত্যিই অনন্যা। তুরস্কের ভার্চুয়াল যোগা অলিম্পিকে দ্বিতীয় স্থান করে গোটা বাংলাকে চমকে দিল সে। 

অনন্যা সরকার নবম শ্রেণির একজন ছাত্রী। সে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিল তুরস্ক ভার্চুয়াল যোগা অলিম্পিকের কথা। সেখানে অংশগ্রহণ করেই বাজিমাৎ অনন্যার। অংশগ্রহণের পর ইউটিউবের মাধ্যমে সে জানতে পারে ফলাফল। তার সাফল্যে উল্লসিত তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, তার বাবা-মা, পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা। গতকাল মুর্শিদাবাদ পুলিশ তাকে সম্বর্ধনা জানিয়েছে রৌপ্য পদক অর্জনের জন্য। 

প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক

No comments