এফএম চ্যানেলে বাংলা গান ফেরাতে আন্দোলনে সামিল বাংলা পক্ষ
বাংলার বুকে দিন দিন বাড়ছে হিন্দি আধিপত্য। বাংলা রেডিও চ্যানেলগুলোতে বাজছে না বাংলা গান। বাংলা ভাষাকে ক্রমশ কোণঠাসা করে দেওয়া যাচ্ছে। তারপরও নিরব অনেক বাঙালি। কেউ কেউ মুখ খুলতে ভয় পান। কেউ কেউ হিন্দি আগ্রাসনকে মেনেও নেন৷ কেউ কেউ মুখ খুললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার নামে থানাতে এফআইআর পর্যন্ত করা হয়৷
রেডিওতে বাংলা গানকে ব্রাত্য রাখার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন বহু শিল্পী। বাংলা ভাষার একটা নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি রয়েছে। বাংলার বাউল গান জিতে নিয়েছে ইউনেস্কো পুরস্কার। বাংলা গানের খ্যাতি ছড়িয়ে আছে সারা বিশ্বজুড়ে। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, অতুলপ্রসাদী, দ্বিজেন্দ্র গীতি, আধুনিক গান, ঝুমুর, লালন গীতি, ধামাইল কত রকমের গান যে এই ভাষাতে আছে যা বলে শেষ করা যায় না।
বাঙালির সংস্কৃতি আভিজাত্যপূর্ণ। এই সংস্কৃতি বাঙালিকে আজীবন ধরে রাখতে হবে। বাঙালিকে ভুলে গেলে চলবে না বাঙালি শক্তিশালী জাতি৷ যে জাতি দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশ তাড়ানোর ক্ষমতা রাখে তাদের কাছে তো হিন্দি সাম্রাজ্যবাদ তো তুচ্ছ ব্যাপার, তবে বাঙালি যদি রুখে না দাঁড়ায় তাহলে ঐ তুচ্ছ ব্যাপার বহুলাংশে কঠিনতর হয় পড়বে। রেডিওতে বাংলা গান না চালানোর বিরুদ্ধে বহুদিন ধরে লড়াই করছে 'বাংলা পক্ষ'।
আজ বিকেলে এফ এম এ বাংলা গান বাজানোর দাবিতে নিউটাউনের ডিএলএফ ১ এ ফিভার এফএম ও রেডিও ওয়ানের অফিসে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছিল বাংলা পক্ষ। রেডিওর অফিসে ঢুকতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়। কিন্তু তারা থেমে থাকেনি৷ অফিসের বাইরে তারা প্রচণ্ড রৌদ্রে পালন করে বিক্ষোভ কর্মসূচী। তারা প্রতিবাদের জোরালো আওয়াজ পৌঁছে দেয় অফিসের ভেতরে।
প্রতিদিন নিয়মিত সময় করে বাংলা গান বাজাতে হবে এবং বাংলা সিনেমা, বাংলা ব্যান্ড ও নতুন শিল্পীদের মৌলিক গান বাংলার মানুষদের শোনানোর সুযোগ দিতে হবে, এই দাবী জোরদার করতে পথে নেমেছে বাংলা পক্ষ। আজকের কর্মসূচীতে কিছু ব্যতিক্রমী ঘটনাও চোখে পড়েছে। অফিসের বাইরে রাস্তার ধারে দোকানদাররা তাদের যত্ন সহকারে বিস্কুট ও জল খেতে দেয়। রাস্তায় বহু বাইক আরোহী যাওয়ার সময় প্রতিবাদে দু'চার মিনিট সামিল হয়ে বক্তব্য রাখেন। নিউটাউনের স্থানীয় কিছু মানুষও অংশ নেন প্রতিবাদে।
বাংলার মাটিতে বাঙালির প্রতি কোনোরকম বঞ্চনা সহ্য করতে নারাজ বাংলা পক্ষ। রেডিও চ্যানেলগুলো বাংলা পক্ষের দাবী না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছে তারা।
প্রতিবেদন- লিটারেসি প্যারাডাইস ইনফরমেশন ডেস্ক
Post a Comment