Header Ads

অনিন্দিতা হাজরার কবিতা 'অন্য স্বাধীনতা'



লালকেল্লার মাথায় ত্রিবর্ণ উড়বে, দরিয়াগঞ্জের রাস্তায় নগ্ন শিশুরা খেলবে,

তিয়াত্তর বছর ধরে উড়ছে, কিন্তু স্বাধীনতার নামে প্রহসনের প্রতীক হিসেবে।

রাজনৈতিক দলের ক্ষমতাবানেরা ক্ষমতার আস্ফালন দেখানোর চেষ্টায় রত,

আর সাধারণ মানুষ, বুর্জোয়া শ্রেণী দুবেলা অন্ন সংস্থানে সন্ধানরত।

স্বাধীনতা কি? আমরা কি স্বাধীন?

স্বাধীনতা মানে কি গণতন্ত্র, ভোটাধিকার, খুন-বিবাদ কিংবা যৌন লালসা?

স্বাধীনতা মানে কি বক্তৃতা, মিথ্যা অঙ্গীকার আর বেকারত্ব?

ক্ষুধার্ত মানুষের মৃত্যু নাকি উচচাসনে যাওয়ার মরীচিকা?

হ্যাঁ, নেই ইংরেজের বুলেট, নেই নীলকর, নেই ইউনিয়ন জ্যাক।

কিন্তু স্বাধীনতা? সেতো মরীচিকা ! অসাম্যবাদ, অসমবন্টন আর ধর্ম রাজনীতি।

ভারতীয় সংবিধানে যুক্ত ১৯৭৮ সালে, সমাজতান্ত্রিক ও নিরপেক্ষ শব্দ দুটির অপমান বন্ধ হোক।

নিপাত যাক গোরাজনীতি আর মৌলবাদ।

আমাদের মতো ফ্যাতাড়ুরা বা বোহেমিয়ান কিছু আছে যারা এই স্বাধীনতার বুলি আওড়ে মরে। 

সমাজ তো নিজের গতিতে হাওয়ায় পাল তুলে বইছে।

কিসের স্বাধীন, কিসের পরাধীন, কিসের বঞ্চনা?????????

সব পেয়েছির দেশে বাস করে তারা, তাদের কাছে আমরা পাগল বা ওই জাতীয় কিছু।

১৫ ই আগস্টের সন্ধিক্ষনে জন্মানো মানুষটির বয়স তিয়াত্তর।

জ্ঞান হয় নি তখন, সদ্যজাত শিশু, পরে বুঝেছেন কোথায় এসেছেন।

আগে ব্রিটিশপরাধীন ছিল, এখন ধর্ম রাজনীতির স্বীকার।

কাল আসছে সেই মূহুর্ত, এতো উৎসব, বাজি পটকা নিয়ে অনেকেই উচ্ছ্বসিত। 

আমার মনে একটাই গান আসছে "আজি এ ভারত লজ্জিত হে, 

হীনতাপঙ্কে মজ্জিত হে।।"

No comments