অনিন্দিতা হাজরার কলমে নারীদের দুর্বলতা ও নারী নিরাপত্তার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ প্রতিবেদন
আমরা মেয়েরা মেয়েদের বন্ধু হতে পেরেছি? আমরা একে অপরকে বুঝতে পেরেছি? চেষ্টা করেছি? কোনো সমস্যা হলে খোলামেলা বান্ধবীরা আলোচনা করতে পেরেছি? এই সময়ে প্রশ্নের উত্তর আমরা এককথায় "হ্যাঁ" বলতে পারবো না। সংশয়, চিন্তা করে ভাবতে হবে আমরা সত্যিই কি পেরেছি? না আমরা পারিনি। পারিনি বলে ঈর্ষাপোষন, রেষারেষি, হিংসা। আমাদের নিজেদের মধ্যে একতা নেই বলেই পুরুষসমাজ আমাদের বোকা বানায়। যখন ঠেকে শিখি তখন দেরি হয়ে গিয়েছে। ছোটো ছোটো কত ঘটনা বলব। সামান্য একটা বই এর নাম, দুটো প্রশ্ন না বলা, এই LL.M এ এসেও দেখলাম এত ক্ষুদ্র মানসিকতা।
এক বন্ধুর সাহায্য নিচ্ছে কিন্তু নিজেরা যেটা জানে সেটা বলছে না। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হলে থানা পুলিশ করে, Women Commission এ যায় না। যোগাযোগের সেই চেষ্টা করে না। আমার নিজস্ব অভিজ্ঞতা খুব খারাপ। এরা তথাকথিত লেখাপড়া শিখেও কুসংস্কার আঁকড়ে পড়ে থাকে। পশ্চিম দেশীয় পোশাক, আদব কায়দায় পারদর্শী হলে যে মনটাও সেই রকম কুসংস্কারহীন উদারপন্থী করতে হবে, সেই ধীশক্তির অভাব। আমি নারীবাদী না। আমার উদ্দেশ্য হল Human Rights বা মানবাধিকার। নিজের অধিকার বুঝে নাও। চুপ করে থাকলে তোমাকে চুপ করিয়ে দেবে। আমি মানুষ, আমি কথা বলব।
নিজের নিরাপত্তা নিজে বানাও। ক্যারাটে, কুংফু অনেক মেয়েরা শেখে। কিন্তু আমার প্রশ্ন ধর্ষণ কেন হবে? আচ্ছা ধর্ষকরা নারীকে দুর্বল ভাবে?? India's Daughter বলে তথ্যচিত্রে ব্রিটিশ চিত্রপরিচালক Leslee Udwin বলেছিলেন ধর্ষকরা মেয়েদের শুধু ভোগ্যবস্তু ভাবে। নির্ভয়া ঘটনাটির ওপর এই ডকুমেন্টরি। আমি ধরে নিলাম শুধু Libido থাকলেই বলবান। নারীর Libido নেই তাই দুর্বল। মেয়েরা নিজেরাও এক নয়, তাতে শক্র আক্রমনের সুবিধা বেশি। নারী সম্মান পেতে চাইলে এক হও। উন্নত মানসিকতার হও। কুসংস্কার ত্যাগ করো। বাঁচতে শেখো।
স্বামীজী সমগ্র ভারতবাসীকে বলেছিলেন ওঠো, জাগো। ঠিক তেমনি ভারতীয় মহিলাদের ঘুম ভেঙ্গে জাগরণের সময় এসেছে। আমরা রাস্তা দিয়ে যখন যাই দুধারে কত নাম না জানা ফুল ফুটে থাকতে দেখি। আমরা দলে পিষে মারিয়ে যাই। অকালে ঝরে যায়, হয়তো ফুল হয়ে ফোঁটার সময় ও পায়না। ঠিক তেমনি কত মেয়ে ঝরে যায় মাতৃগর্ভে (Female foeticide), কিংবা ধর্ষিত হয়ে কিংবা অপুষ্টিজনিত সমস্যাতে। আমার লেখা মহিলাদের ভালো লাগবে কিনা জানি না। তবে মানুষের মতো বাঁচতে গেলে অকালে ঝরে যাওয়া বন্ধ হোক।
Post a Comment