Header Ads

বৃষ্টিভেজা দিনে একটু রোমান্স দিতে মুক্তি পেল 'মেঘে মেঘে আবার'


কবির ভাষাতে বর্ষা এলে হৃদয় যেন ময়ূরের মতো নেচে ওঠে। আর আমাদের বৃষ্টি এলে মনে পড়ে যায় জীবনানন্দের সেই কবিতা "এই জল ভালো লাগে, বৃষ্টির রূপালি জল কতো দিন এসে ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল।" কিংবা "বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদে এলো বাণ"। শ্রাবণের রিমঝিম বৃষ্টিধারা নিয়ে আনে গুচ্ছ গুচ্ছ রোমান্টিকতা। বৃষ্টির আঁচড়ে মাটি ভেজার গন্ধ অনুভব করে ও জলবকেদের ভিড় দেখতে দেখতে কোনো এক শিল্পী চারণকবির বেশে লিখে ফেলছেন বর্ষার গান৷ 


বর্ষার শান্ত শীতল পরিবেশে গান হলো অসীম মায়া৷ বর্ষাতে যেমন প্রেম জমে, বাড়িতে আড্ডা জমে, ছাদের ওপর ভিজতে ভালো লাগে, তেমনই গান গাইতেও ভালো লাগে কিন্তু শুধু গান গাইলেই তো হয়না একটু আধটু গানও শ্রবণ করতে হয়৷ তবে তা যে পুরাতন গান হতে হবে, এমন কোনো কথা নেই৷ পুরাতন গান আর কতদিন? এবার তো একটু নতুন শুনুন এই বর্ষাতে, কারণ কাহিনি ওয়ার্ল্ডস আপনাদের জন্য বর্ষাতে একটি সুন্দর গান নিয়ে এসেছে। যে গানের নাম 'মেঘে মেঘে আবার'। আর দেরি কেন? সময় নষ্ট না করে চটপট শুনে ফেলুন৷ বৃষ্টিভেজা মরসুমে এমন মেলোডি পেলে কার না ভালো লাগে। 

আপনারা হয়তো 'মেঘে মেঘে আবার' গানের কথা শুনে ভাবছেন পরে কোনো একদিন শুনে নেবো৷ দাঁড়ান, দাঁড়ান, আপনি নিশ্চয় শুনবেন, তার আগে গানটি কেমন হলো এ কথা আপনাদের জানিয়ে রাখি৷ গত ১৩ ই জুন কাহিনি ওয়ার্ল্ডসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিউজিক্যাল ফিল্ম 'মেঘে মেঘে আবার'৷ অরুণাভ-সমাদৃতা জুটির অদ্ভুত রসায়নে, অনুপম আইচের গীতছন্দে ও সুরে রাজীব আল রুদ্রের যাদুময় কণ্ঠে এ গান সৃষ্টি করেছে অপরূপ মাধুর্য। গানের সুর, কথা, অভিনয়ের সাথে বাসু দেব কৃষ্ণের নিঁখুত পরিচালনা সবই একদম জমে একাকার। 

বৃষ্টিভেজা দিনে মহানগরের কোন এক জায়গাতে দুটো ছেলে-মেয়ে প্রেমের মিছিলে হাঁটতে হাঁটতে চিনে নিচ্ছে শহরটাকে। তারা একে অপরকে একটাই কথা বলা যাচ্ছে। দুজন দুজনকে বলছে এই মেঘলা দুপুর, তোর ভালো লাগা সুর, আজ বৃষ্টি হয়ে গাইবে তোর গান৷ এভাবেই এগোতে থাকে গল্পের মতো করে মিউজিক্যাল ফিল্মটির চিত্রনাট্য। এই মিউজিক্যাল ফিল্মটি আর দশটা মিউজিক্যাল ফিল্মের থেকে অনেক আলাদা। এই মিউজিক্যাল ফিল্মটি দেখলে আপনারও ইচ্ছে করবে ফেসবুকের টাইমলাইনে দু-চার কথা লিখতে।  

প্রতিবেদন- সুমিত দে


No comments