শান্ত-শীতল প্রেমের এক ইউটোপিয়ার উপাখ্যান হলো 'ঘুমপরীর ঠিকানা'
ঘুমের বিছানা ছেড়ে ব্রাশ হাতে আঁকিবুঁকি খেলে যায় একটি বোকাটে ছেলে। ছাদের ওপর থেকে কাগজে কবিতা লিখে সেই কাগজ প্লেন বানিয়ে ছুঁড়ে দেয় ছাদের ওপারে দাঁড়ানো একটি সুশীলা মেয়ের দিকে৷ সারাদিন গোপনে তাকে দেখে কাটছে বোকাটে ছেলেটার দিবস রাত্রি। কখনো জানালাতে উঁকি মারে মেয়েটির দিকে। কখনো ছাদের রেলিং এর পাশে চায়ে বিস্কুট ডোবাতে ডোবাতে মেয়েটিকে দেখতে থাকে ছেলেটি। সারাক্ষণ মেয়েটির সাথে বোকাটে ছেলেটির প্রেমের লুকোচুরি খেলা চলতেই থাকে। শেষমেশ ছেলেটা ধরা পড়ে মেয়েটির হাতে। লুকোচুরি খেলা আমরা যতই খেলিনা কেন কেউ না কেউ ধাপ্পা তো দেবেই। বখাটে ছেলেটিকেও সুশীলা মেয়েটি ধাপ্পা দিয়েছিল।
বখাটে ছেলের কাছে সুশীলা মেয়েটি ঘুমপরী৷ রাত্রে ঘুম থেকে উঠে দিবসের বেশিরভাগ সময় মেয়েটিকে দেখেই কেটে যায় বখাটে ছেলেটার। এমনই একটি মজার গল্প উঠে এলো দ্য এসএনএফ বা সৌম্যদীপ এন্ড ফ্রেন্ডস ব্যান্ডের সদ্য প্রকাশিত নতুন গানে। যে গানের নাম 'ঘুমপরীর ঠিকানা'। সৌম্যদীপ চক্রবর্তীর কথায়, সুরে ও কণ্ঠে রোদের ঝলকানির মতো আবেগ ভেসে উঠেছে এই গানে৷ অসময়ে হাসির বন্যা ফুটিয়েছে এই গান৷ বলতে গেলে সহজ সরল মিষ্টি প্রেমের একটা ইউটোপিয়ার উপাখ্যান হলো এ গান।
'ঘুমপরীর ঠিকানা' গানটিতে গিটার পরিবেশন করেছেন দ্বৈপায়ন, ব্যাস পরিবেশন করেছেন প্রীতম মুখার্জী, ড্রাম ও পারকাশান পরিবেশন করেছেন অতনু নাথ, অ্যাকোয়াস্টিক গিটার পরিবেশন করেছেন অতনু নাথ। গানটিতে কি ও এফেক্টস দিয়েছেন সায়ন্তন বাগ। গানটির মিক্স-মাস্টারিং করেছেন সায়নজিৎ দাস।
গানের হাস্যরসিক ভিডিওটি পরিচালনা করেছেন দ্বৈপায়ন রায়৷ গানের ঝকঝকে ভিডিওটির সিনেমাটোগ্রাফি করেছেন রেহান ও সুব্রত৷ ভিডিও সম্পাদনা করেছেন দ্বৈপায়ন রায়। গানটিতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন কোলাজ ও শ্রেয়তি। অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অনিকেত, কিংশুক ও বিতান৷ যাদের অভিনয় যে-কোনো দর্শককে মুগ্ধ করবে৷
শান্ত দুপুরের গানপোকা শ্রোতাদের জন্য অনবদ্য গান হলো 'ঘুমপরীর ঠিকানা'। এসএনএফ ব্যান্ডের প্রতিটি মৌলিক গানে বিদ্যমান নতুনত্ব। প্রথাগত গানের ধারা থেকে বেরিয়ে গান নিয়ে একটু অন্যরকম পর্যবেক্ষণ করতে বদ্ধপরিকর তারা। বাংলা রকপ্রজন্মকে একরাশ মুগ্ধতায় ভরাতে সর্বদা প্রস্তুত থাকে তারা। ঘুমপরীর ঠিকানা একজন ব্যক্তিকে ঘুমের দেশে রূপকথা খুঁজতে বাধ্য করবে। এতোটাই আকর্ষণীয় এই গান।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment