Header Ads

থ্রিলার নয়, অজানা সম্পর্কের ছবি 'এই শ্রাবণ'



বাংলাতে বর্ষা শুরু হয়ে গেছে। সারাদিন বৃষ্টি বৃষ্টি করেই দিন কাটছে। মেঘলা আবহাওয়া, ভেজা রাস্তা, ভেজা মনে আনন্দের ছোঁয়া। কোথাও গাছের পাতা থেকে টসটস করে জলের ফোঁটা পড়ছে, কোথাও চুঁইয়ে পড়ছে ছাদের জল। মাঠের পাশে ডোবাগুলো বারিতে পরিপূর্ণ। মাটিতে জমে আছে নরম কাদা। এই বর্ষাতে বাড়িতে জলসা বসিয়ে গান শোনা বা সুস্বাদু খাবার খাওয়ার মজাই আলাদা। এসবের মাঝে একটু ছবি না হলে কী আর জমে ৷ 


বসন্তকে যেমন ঋতুরাজ বলা হয়, ঠিক তেমনই বর্ষাকালকে  বলা হয় ঋতুরাণী৷ যে ঋতুর মাঝে লুকিয়ে থাকে নানান  অজানা গল্প। যে গল্পগুলোর সাথে এবার সাক্ষী হতে চলেছে কাহিনি ওয়ার্ল্ডস ও রাজীব বল প্রোডাকশন। কয়েকদিন আগেই একগুচ্ছ প্রজেক্টের ঘোষণার কিছুদিন কাটতে না কাটতেই আবারো চমক দিতে চলেছে কাহিনি ওয়ার্ল্ডস। আসছে তাদের পরিবেশনায়  নতুন ছবি 'এই শ্রাবণ'। যা থ্রিলার নয়, অজানা এক সম্পর্কের ছবি। 


আঁধার, ঘুম আর জোনাকি নিয়ে তৈরি হচ্ছে এই শ্রাবণ। রাজীব বল প্রোডাকশন ও রহমাতুল্লাহের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। তিন পরিচালকের পরিচালনায় তিনটি আলাদা আলাদা গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। আঁধার গল্পের পরিচালক অভিজ্ঞান মুখার্জি, যেখানে অভিনয় করছেন কৌশিকি চক্রবর্তী ও অরুণাভ দে। ঘুম গল্পের পরিচালক অনুভব ঘোষ, যেখানে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ, জয়িতা রায় ও কৌশানী রায়। জোনাকি গল্পের পরিচালক সায়ন বসু চৌধুরী, যেখানে অভিনয় করছেন দেবমাল্য গুপ্ত। এই তিনটে গল্প লিখেছেন সায়নী দাস। এই প্রথম বার তার লেখা গল্প নিয়ে কোনো ছবি তৈরি হতে চলেছে। 


গল্পের নামগুলোই বলে দিচ্ছে ছবিটি কতটা রঙিন হতে চলেছে। তিন পরিচালক, ভিন্ন ভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের  অভিনয়, আলাদা আলাদা গল্প নিয়ে আসছে এই অ্যানথোলজি ফিল্মটি৷ সব ঠিকঠাক থাকলে শ্রাবণের ধারার মাঝে মেঘলা আকাশে বৃষ্টির মতোই আসতে চলেছে 'এই শ্রাবণ'। 

প্রতিবেদন- সুমিত দে

No comments