Header Ads

টুইটারে এক নম্বরে ট্রেন্ডিং করলো বাংলা ওয়েব সিরিজ তানসেনের তানপুরা


রহস্য রোমাঞ্চের বাংলাতে এখন বেশ রমরমা। কেবল ফেলুদা ও ব্যোমকেশের মধ্যেই বাংলার রহস্যমূলক ছবি থেমে নেই৷ বাংলার পরিচিত রহস্য গল্পের বাইরেও এখন ছবি হচ্ছে। সাগরদ্বীপে যকের ধন, ষড়রিপু, গুপ্তধনের সন্ধানে, দূর্গেশগড়ের গুপ্তধন, আলিনগরের গোলকধাঁধা, মেঘনাদ বধ রহস্য, শেষ অঙ্ক, কে দ্য সেক্রেট আই, চোরাবালির মতো অসংখ্য ছবি বাংলাতে এখন তৈরি হচ্ছে। বাংলাতে রহস্যনির্ভর ছবির একটা নতুন ট্রেন্ড এসেছে। রহস্যে ভরা থ্রিলার ছবিগুলো বক্স অফিসেও আলোড়ন তুলছে। বাংলা চলচ্চিত্রে লক্ষীলাভ থ্রিলার ঘরানার ছবিগুলোর মাধ্যমেই বেশি করে হচ্ছে। তবে বেশি সংখ্যক থ্রিলার ছবির জন্য গল্পে নতুনত্ব থাকছে না। তাই অনেক পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার নতুন ভাবনার রোমাঞ্চকর গল্প নিয়ে আসছেন। বহু পরিচালকই ভেঙ্গে ফেলছেন বাংলা ছবির চেনা মিথ। 


বাংলা ছবির পাশাপাশি পিছিয়ে নেই বাংলা ওয়েব সিরিজও। ডার্ক ওয়েব, রহস্য রোমাঞ্চ সিরিজ, শব্দ-জব্দ, শরতে আজ, কর্কট রোগ, লালবাজার, কালীর মতো জনপ্রিয় সব ওয়েব সিরিজ তৈরি হয়েছে বাংলাতে। চলতি বছরে হইচইতে আসছে নজরকাড়া সব ওয়েব সিরিজ। শব্দ-জব্দ, বন্য প্রেমের গল্প, একেনবাবু, পাঁচফোড়ন টুর রেশ কাটতে না কাটতেই আবারো সুখবর এলো হইচই এর তরফে। আগামী ২৬ শে জুন মুক্তি পেতে চলেছে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'। কথা ছিল সিরিজটি মুক্তি পাবে পয়লা বৈশাখ কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য পিছিয়েছে মুক্তির তারিখ। লেখক সৌগত বসুর কলমে উঠে এসেছে ছবির গল্প ও চিত্রনাট্য। 

ভারতে বাংলা বাদে অন্যান্য ভাষাতেও ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ তৈরি হয়েছে। কিন্তু তানসেনের তানপুরার মতো সিরিজ এর আগে হয়নি। ভারতে এই প্রথমবার শাস্ত্রীয় সঙ্গীতের প্রেক্ষাপটে ট্রেজার হান্ট সিরিজ নির্মিত হলো। থ্রিলার দেখার আলাদা অভিজ্ঞতা সৃষ্টির দিকে এগোতে চলেছে তানসেনের তানপুরা। হারিয়ে যাওয়া এক তানপুরাকে কেন্দ্র করে জট পাকানো রহস্য ও ইতিহাসে হারিয়ে যাওয়া নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও ছোটোপর্দার পরিচিত অভিনেত্রী জয়তী ভাটিয়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবশঙ্কর হালদার, শুভাশিস মুখোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দোপাধ্যায়, অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় ও অভিনেত্রী অঙ্গনা রায়। সিরিজে সঙ্গীত পরিচালনা করেছেন সুরকার জয় সরকার। সিরিজে গান লিখেছেন সাহিত্যিক শ্রীজাত বন্দোপাধ্যায়। 

গত ১২ ই জুন টুইটারে এক নম্বরে ট্রেন্ডিং করলো তানসেনের তানপুরা৷ যা বাংলা ওয়েবসিরিজের জন্য একটা বড়ো পাওনা। এর আগে আর কোনো বাংলা ওয়েবসিরিজ টুইটার ট্রেন্ডিং এ এক নম্বরে অবস্থান করতে পারেনি৷ এবার বাংলা ওয়েব দুনিয়াকে নতুন ঠিকানা দেখাতে চলেছে তানসেনের তানপুরা। ধাঁধা ও রাগসঙ্গীতের সূত্র ধরে ট্রেজার হান্টের খোঁজ মিলবে আর কিছুদিনের মধ্যেই। তানসেনের তানপুরা দেখার জন্য এখন মুখিয়ে আছে পুরো টলিউড ইন্ডাস্ট্রি। 

প্রতিবেদন- সুমিত দে

No comments