Header Ads

পুজোর আগে আসতে চলেছে পরন্তপ মুখার্জি ও প্রাজ্ঞ দত্তের মিলিত নব প্রয়াস বাংলা গান 'নতুন আবেশে'

আমাদের জীবন বড়োই কঠিন। প্রতি মুহূর্তে আমাদের বাঁচতে হয় লড়াই করে। তাই জীবনে যতই বিপদ আসুক না কেন তাকে এগিয়ে যেতে হবে। কখনো হাল ছাড়া চলবে না কোনো কিছুতে। কী ভাবলেন আপনারা? আপনাদের মডিভেশনাল স্পিচ বলতে চলেছি৷ সেটা ভাবলে ভুল হবে। আমরা 'নতুন আবেশে' গানটির কথা বলছি। যে গানটির বিষয়ই হলো জীবনে কখনো হাল ছাড়তে নেই ৷ 


'নতুন আবেশে' গানটির ভিডিওতে একজন শিল্পীর গল্পকেই পাখির চোখ করা হয়েছে। একজন শিল্পী তার শিল্পসত্বাকে বাঁচিয়ে রাখতে জীবনের কোনো কিছুতে তিনি আপোস করেন না৷ তার শিল্পের প্রতি রয়েছে গভীর সততা। সেই সততার কথায় তুলে ধরা হবে গানের মাধ্যমে।  

পুরস্কার প্রাপ্ত সুরকার ও তথ্যচিত্র পরিচালক প্রাজ্ঞ দত্ত সৃষ্টি করেছেন 'নতুন আবেশে' গানটি। গানের কথা বুনন থেকে শুরু করে গানের সুর আবিষ্কার ও গানে কণ্ঠ দান তিনি একা হাতে সামলেছেন ৷ এর আগেও তিনি নিজের সুরে ও কথায় বেশ কিছু গান বানিয়েছেন।চলচ্চিত্র ও ধারাবাহিকেও তিনি গানের কাজ করেছেন। 

গানটির ভিডিওর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পরন্তপ মুখার্জি। যিনি একজন কর্পোরেট চিত্র পরিচালক। এর আগে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থায় তিনি কাজ করেছেন। এছাড়াও কয়েকটি ছবিতে কাজ করেছেন একজন সহকারী পরিচালক হিসেবে। কর্মজীবনের প্রথমার্ধে তিনি একটি বড় বিজ্ঞাপন সংস্থায় ভিডিও এডিটরের কাজ শুরু করেন। সেখান থেকেই অল্প অল্প করে চলচ্চিত্রের প্রতি তার অগাধ প্রেম জন্মায়। 

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রুদ্র চৌধুরী, কস্তূরী চক্রবর্তী ও শ্রীকান্ত সেন। অভিনেত্রী কস্তূরী চক্রবর্তী 'নান্দিকার' নাট্যগোষ্ঠীর সদস্যা হিসেবে অভিনয় করেছেন প্রায় তিন বছর। তার প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি রাজা ঘোষ পরিচালিত 'উড়ান'। যা ২০১৮ সালে বাংলার জনপ্রিয় অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম হইচই থেকে মুক্তি পায়। শুধু স্বল্পদৈর্ঘ্যই নয় কস্তূরীর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি দেবায়ুশ চৌধুরী পরিচালিত 'আড্ডা'। ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের ১৩ ই সেপ্টেম্বর। আর আশা অডিও থেকে মুক্তি পাওয়া শানের একটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি কমল মুখার্জির 'রিক্সাওলা' তে তিনি অভিনয় করছেন ৷ 

অভিনেতা রুদ্র চৌধুরী উপস্থাপকের ভূমিকায় তারা টিভি  চ্যানেলে অভিনয় করেছেন এবং উবারের বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন।    


ভিডিওটি সম্পাদনা করেছেন সায়ন্তন নাগ। ক্যামেরার দায়িত্বে ছিলেন শাশ্বত আকাশ। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই মুক্তি পাবে গানটি। 

'নতুন আবেশে' মিউজিক ভিডিও তে মুখ্য চরিত্র একজন কবি ও সুরকার। বড় কর্পোরেট সংস্থাতে চাকরি পাওয়া সত্ত্বেও তিনি একবারের জন্যও বিরত থাকেননি লেখা ও সুর বানানো থেকে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন যে তিনি কোনো বস্তুকেই তার প্রতিভা ও তার মধ্যে আসতে দেবেন না। এইভাবে জীবন চলতে থাকার জন্য তার প্রেমিকা তাকে ভুল বোঝে। তার প্রেমিকা ভাবতে থাকে যে তার জীবনে হয়তো কোনো লক্ষ্য নেই। তার প্রেমিকা তাকে সূদরাতে বলে কিন্তু তিনি লক্ষ্য থেকে একচুলও নড়েননি। তাই বিয়ের আগেই তাদের বিচ্ছেদ ঘটে। বাকি ঘটনার সাক্ষী অ্যাঞ্জেল ডিজিটাল। বাকী অংশটি দেখার জন্য চোখ রাখতে হবে অ্যাঞ্জেল ডিজিটালে কারণ অ্যাঞ্জেল ডিজটালেই মুক্তি পাবে সম্পূর্ণ ভিডিওটি।

প্রতিবেদন- সুমিত দে

No comments