সত্য জানুন,অন্যদের জানান যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়
স্বাধীনতার পর থেকে হিন্দি সাম্রাজ্যবাদ সবচেয়ে বড় যে মিথ্যেটা রটিয়ে রেখেছে, সেটা হল "হিন্দি ভারতের রাষ্ট্রভাষা"।
কিন্তু, ভারতীয় সংবিধানে কোনো রাষ্ট্রভাষার কথা নেই। হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না। ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই।
তাই এই মিথ্যেকে ধ্বংস করলে বাঙালির অধিকার আদায়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
ভারত সরকারের কাছে করা আর টি আই র উত্তরের প্রতিলিপি দিলাম।
Post a Comment