Header Ads

রবীন্দ্র সদনে 'কবিতা কর্ণারে'র অভিনব উদ্যোগ 'কবিতার সাথে দিনরাত'

বাংলা কবিতা নিয়ে বর্তমানে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে। যা এককথায় চোখে পড়ার মতো। অনলাইন থেকে অফলাইন প্ল্যাটফর্ম প্রতিটি জায়গায় বাংলা কবিতা পাচ্ছে নতুন ছন্দ৷ সময়ের সাথে তাল মিলিয়ে বাংলা কবিতা হয়ে উঠছে আরো বেশি আকর্ষণীয়। 

বাংলা কবিতা নিয়ে এই মুহূর্তে যে সকল প্রতিষ্ঠান একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে তাদের মধ্যে অন্যতম নাম হলো 'কবিতা কর্নার।' যাদের উদ্দেশ্য অসুস্থ,দুঃস্থ কবি এবং আবৃত্তিশিল্পীদের সরকারী সাম্মানিক ভাতার ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবা। রেজিস্টার্ড আবৃত্তি সংগঠন এর ক্ষেত্রে কাজের ভিত্তিতে সরকারী অনুদান। উচ্চ শিক্ষার পাঠক্রমে আবৃত্তির অন্তর্ভুক্তিকরণ। রেজিস্টার্ড লিটল ম্যাগাজিন এর প্রকাশ সংক্রান্ত কাজে সরকারী সহায়তা। 



চলতি বছরের আগামী ১৭ ই জুলাই 'কবিতা কর্নার' আয়োজন করছে 'কবিতার সাথে দিনরাত' নামে একটি বড়ো কবিতার অনুষ্ঠান। দেশ-বিদেশের স্বনামধন্য প্রায় পঞ্চাশ জন কবি ও আবৃত্তিশিল্পীদের উপস্থাপনায় অবিরাম বারো ঘন্টা ধরে চলবে এই অনুষ্ঠান। 

'কবিতা কর্ণারে'র তরফ থেকে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সকল কবিতাপ্রেমী মানুষদের জন্য। 'কবিতা কর্নার' এর মতে- 'আমাদের উদ্দেশ্য কিছু বড় আকর্ষণীয় অনুষ্ঠান করা নয়, 'কবিতা কর্নার' সম্পূর্ণ কবিতা কেন্দ্রিক আন্দোলনের অভিমুখ নির্দেশক। আপনিও এই সম্মিলিত আন্দোলন অভিমুখে শামিল হতে পারেন।'

এতোবড়ো একটি অনুষ্ঠান করার পিছনে 'কবিতা কর্নার' যাঁদের সাম্মানিক উপস্থিতি, স্নেহছায়া ও সমর্থন পেয়েছে,তাঁরা হলেন- ডঃ পবিত্র সরকার, ভবানীপ্রসাদ মজুমদার, সব্যসাচী দেব, পঙ্কজ সাহা, শ্যামলকান্তি দাশ, উৎপল কুন্ডু, রতনতনু ঘাটি, বিজয়লক্ষ্মী বর্মন, রত্না মিত্র, বীথি চট্টোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, শুভ দাশগুপ্ত, সৈয়দ হাসমত জালাল, জয়ন্ত চট্টোপাধ্যায়(বাংলাদেশ), শাশ্বতী বসু চ্যাটার্জী(অস্ট্রেলিয়া), বুলবুল মহলানবীশ(বাংলাদেশ), দেবেশ ঠাকুর, যশোধরা রায়চৌধুরী, বিভাস রায়চৌধুরী, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অংশুমান কর, আরণ্যক বসু, মেঘ  বসু, নাজমুন নেসা(জার্মানি), রবীন মজুমদার, সুমন্ত্র সেনগুপ্ত, বিশাখা মুখোপাধ্যায়, কাজল সুর, স্বপ্না দে, অরুময় বন্দ্যোপাধ্যায়, মেধা বন্দ্যোপাধ্যায়, মুনমুন মুখার্জী, ইন্দিরা দাশ(দিল্লী), উপম সাইকিয়া(আসাম), তপন সেনগুপ্ত(দিল্লী), পল্লব কীর্তনিয়া, অলক রায় ঘটক, রেহান কৌশিক, জয়দীপ চট্টোপাধ্যায়, শোভনসুন্দর বসু, নুরুন্নাহার শিরীন(বাংলাদেশ), কামরুল ইসলাম(বাংলাদেশ), নিবেদিতা নাগ তহবিলদার, অমিত চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য্য, মিমি চক্রবর্তী, অদিতি বসু রায়, মাসুম আজিজুল বাসার(বাংলাদেশ), বর্ণালী সরকার, নাজমুল আহসান(বাংলাদেশ), পীতম ভট্টাচার্য্য(নদীয়া), সেলিম দুরানি বিশ্বাস, সুকান্ত গুপ্ত(বাংলাদেশ), তাপস চৌধুরী, স্বাতী বন্দ্যোপাধ্যায়, জাহান বশির(বাংলাদেশ), রাজা দাস, মহ:মুজাহিদুল ইসলাম(বাংলাদেশ), বুদ্ধদেব বিশ্বাস(ঝাড়গ্রাম), সামিউল ইসলাম পোলাক(বাংলাদেশ), বাসুদেব নন্দী, অনিন্দ্য মুখোপাধ্যায়, পলাশ দাশ, শিমুল পারভীন(বাংলাদেশ), অমিতাভ কাঞ্জিলাল, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, মহ:আসাদুজ্জামান(বাংলাদেশ), স্বপন ভট্টাচার্য(নদীয়া), মাসুদ মান্নান(এম্বাসাডার-তাসখন্দ,উজবেকিস্তান), দীপন সেনগুপ্ত, সোহেল করিম(লন্ডন), অমল পাহাড়ী, মাসুম হাসান(দক্ষিন আফ্রিকা), নন্দিনী লাহা সোম, জিয়াউল হক জিয়া(কানাডা), সাদেকুল করিম, সুদীপ্ত রায়(আসানসোল), প্রীতিশেখর, রণদেব দাশগুপ্ত, গৌতম তালুকদার(ইতালি), নির্ঝর পাল(ত্রিপুরা), সুব্রত রায়(আসানসোল), ডঃ মঞ্জু সরকার(দিল্লী), রফিকুল ইসলাম সনি(অস্ট্রেলিয়া), দীপান্বিতা সরকার(মুম্বাই), শঙ্কর তালুকদার(শান্তিনিকেতন), আব্দুর রব কমরেড(ক্যালিফোর্নিয়া), সুস্মিতা সরকার, দেবদুলাল দে, অর্ণব হাসান(ইতালি), ডঃ বিশ্বজিৎ দাস, ডঃ প্রসূন মাজি, প্রদীপ ভট্টাচার্য্য, সৌমেন সাউ(মেদিনীপুর), অনিন্দিতা মোদক(মুর্শিদাবাদ), জাহেদ শরীফ(ইংল্যান্ড), শুভ সরকার, সায়ীদ জারিফ সাত্তার(সৌদি আরব), সংহিতা মিত্র(বাঁকুড়া), রাজীব মাহবুব মুর্শিদ(জাম্বিয়া), প্রসেনজিৎ রাহা, জান্নাতুল ফিরদৌসী লিজা(বাংলাদেশ), সুমনা দত্ত দাস, স্বরূপ গোস্বামী(রাণীগঞ্জ), অনিন্দ্যসুন্দর রায়, আনোয়ার পারভেজ(তাইওয়ান),গার্গী ভট্টাচার্য, পূরবী ঘোষ(জামশেদপুর), রাজু দত্ত(কল্যাণী), শুভময় ঘোষ, আদ্যাশক্তি আইকাত চক্রবর্তী(পাটনা), সঞ্চিতা কবিরাজ, আবেদীন আদি, তথাগত ব্যানার্জী, শ্রীয়া ঘোষ সেন(দুবাই), জলি সরকার(বোকারো)। এই তালিকার বাইরেও আরো অনেকেই সংযুক্ত হচ্ছেন। এই অনুষ্ঠানের আহ্বায়ক বারাসাত নিবাসী অনুপ ভট্টাচার্য।     

এই আন্তর্জাতিক যৌথমঞ্চে আপনি যদি যোগ দিতে চান তবে চলে আসুন ১৭ ই জুলাই রবীন্দ্র সদনে। এরকম একটি জমজমাট অনুষ্ঠান না দেখা মানে অনেক কিছুই না দেখা। আপনার মহানগরের নিকটেই আয়োজিত হতে চলেছে এরকম অভিনব অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত কবিতাপ্রেমী সকলের সইসম্বলিত স্মারকপত্র 'কবিতা কর্নার' পৌঁছে দেবে প্রশাসনিক স্তরে। কাজেই সকলে সপরিবারে চলে আসুন কবিতার সাথে ঐক্যবদ্ধ হবার জন্য। আপনাদের উপস্থিতি,পরামর্শ,আর্থিক অনুদান 'কবিতা কর্নারে'র সহায়ক শক্তি। অতএব আপনারা সকলে পিছুপা না হয়ে সাহস করে এ অনুষ্ঠানে যোগদান করুন।

প্রতিবেদন-সুমিত দে

No comments