Header Ads

সিনেমা মুক্তির আগে পরপর পাঁচটি সেরার সেরা পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন বাংলা ইন্ডাস্ট্রির এই কনিষ্ঠ অভিনেতা

এই মুহূর্তে বাংলাতে যে সমস্ত নতুন প্রতিভার আবির্ভাব ঘটছে তাদের মধ্যে অন্যতম প্রতিভার নাম হলো অভিনেতা রাশেদ রহমান। তিনি ডেবিউ করছেন তার প্রথম চলচ্চিত্র 'পেইন্টিংস্ ইন দ্য ডার্ক' এর মাধ্যমে। যেখানে তিনি একজন অন্ধ চিত্রকর ইমানুয়েলের চরিত্রে অভিনয় করেছেন। আর এর আগে তিনি 'স্টোরি অব বিকামিং এ ওমেন', 'ইতি'র মতো প্রায় ত্রিশটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেন৷ এছাড়াও তিনি বিভিন্ন মিউজিক্যাল অ্যালবামে অভিনয় করেছেন। 'লোভী মেয়ে', 'চলো বন্দী হয়ে থাকি', 'শোনো মেয়ে'র মতো বেশ কিছু গানে তিনি অভিনয় করেছেন৷  

 

অভিনেতা রাশেদ রহমানের জন্ম কোচবিহারের টাপুরহাটে। ছোটোবেলা থেকেই তিনিই অভিনয় করতে ভালোবাসেন। আর এই ছোটোবেলাতেই থিয়েটারে অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবনের হাতে খড়ি হয়। তিনি নিজেকে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে বানানোর জন্য তিনবছর আগে কলকাতায় আসেন। তারপর বিভিন্ন অডিশন ও ওয়ার্কশপে তিনি অংশ নেন। বাবা-মার প্রবল উৎসাহে তিনি ফিচার ফিল্ম করার সুযোগ পান৷ 

'পেইন্টিংস্ ইন দ্য ডার্কে'র শ্যুটিং এ ব্যস্ত অভিনেতা রাশেদ রহমান

তার অভিনয়ের দক্ষতার জন্য তিনি ইতিমধ্যেই স্থান পেয়েছেন উইকিপিডিয়াতে। যার কারণে উত্তরবঙ্গের মুকুটে যুক্ত হয়েছে এক বিরাট সম্মান। অভিনয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী, মৌনী রায়ের পর উইকিপিডিয়াতে স্থান পেলেন অভিনেতা রাশেদ রহমান। 




বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন 'পেইন্টিংস্ ইন দ্য ডার্কে'র প্রচারে। আর এই ছবি মুক্তির আগে পরপর পাঁচটি সেরার সেরা পুরস্কার নিজের ঝুলিতে পুরলেন বাংলা ইন্ডাস্ট্রির এই কনিষ্ঠ অভিনেতা। তিনি তার প্রথম ফিচার ফিল্মে অভিনয়ের জন্য জিতে নিলেন উত্তরবঙ্গ থেকে সেরা অভিনেতার পুরস্কার। এছাড়াও জিতে নিলেন বিশেষ গুণগ্রাহীতার জন্য জলছবি পরিবার অ্যাওয়ার্ডস, চমকপ্রদ উদীয়মান অভিনেতা হিসেবে আসাম জেসি অ্যাওয়ার্ডস, চমকপ্রদ অভিনেতা হিসেবে অভিষেকের জন্য  সংবাদ কলকাতা অ্যাওয়ার্ডস এবং অত্যাশ্চর্য মুখ নিয়ে উদীয়মান অভিনেতা হিসেবে তিনি জিতে নিলেন চিত্রশিল্পী অ্যাওয়ার্ডস।  
    

প্রতিবেদন-সুমিত দে

No comments