Header Ads

জীবনের প্রথম বড়ো ছবি প্রতিটি পরিচালকের কাছে তুরুপের তাস হিসাবে থাকে - সত্যজিৎ দাস


নবাগত পরিচালকের নতুন সূচনা "Paintings In The Dark"। হ্যাঁ, পরিচালক সত্যজিৎ দাস এক অন্ধত্বের  মোড়কে নতুন গল্পের জন্ম দিলেন তার নতুন ছবিতে। একরাশ স্বপ্ন আর নতুন আশাতে বুক বেঁধে এই নবাগত পরিচালকের পথ চলা। ছবিটি মুক্তি পাবে ভুবনেশ্বর ফিল্মস ও মাস্টারপিস এর ব্যানারে।



ইতিমধ্যে ছবির অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। মানুষের মনে এক অনন্য স্থান দখল করে নিয়েছে ছবির টিজার। একটি অন্ধ ছেলের চিত্রাঙ্কণ ঘিরে জীবনের কাহিনী । ছবির প্রধান চরিত্র  ইমানুয়েল। অভিনেতা রাশেদ রহমান কে দেখা যাবে ইমানুয়েল চরিত্রে। একটি ছেলে যে জন্মান্ধ। তবে সে শব্দ শুনে এবং অনুভব করে চিত্রায়িত রুপ দেয়  ও তাঁর জীবন ঘিরে একটি দুর্ঘটনা ঘটে যা গল্পে সম্পূর্ণ মোড় ঘুরে যায়। অন্ধত্বের কারাগারে জীবনের নানা রঙের খেলা। গল্পের মোড়ে দেখা যাবে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে অভিনেত্রী সায়ন্তি চ্যাটার্জি কে। এছাড়া ছবিতে রয়েছেন সুরোজিত চৌধুরী, নিলাঞ্জনা রুদ্র, বিশ্বজীৎ ঘোষ, সাহেব হালদার, সুরোজিৎ মাইতি কে।



ইতিমধ্যে ছবির সমস্ত পোষ্ট প্রোডাকশনের কাজ শেষ। এখন মুক্তির পথে দিন গুনছে ছবি " Paintings In The Dark"।

প্রতিবেদন-সুমিত দে

No comments