পুষ্পরেখা ইন্টারন্যাশনাল বাংলা ছবির জগতে নতুন আশা দেখালো। ১০০ দিনের মাথায় হাউসফুলের শিরোপা জয় "তৃতীয় অধ্যায়- দ্যা থার্ড চ্যাপ্টার" এর হাত ধরে।
বাংলা ছবির জগতে নতুন
অধ্যায়ের সূচনা ঘটলো ছবি "তৃতীয় অধ্যায়- দ্যা থার্ড চ্যাপ্টার" এর হাত
ধরে। ২০১৯ সালের সেরা
বাংলা ছবির মুকুট এখন পুষ্পরেখা ইন্টারন্যাশনাল প্রযোজিত ও প্রোডিউসার ভিভেক রুংটা,
রাঘবেন্দ্র রুংটা নিবেদিত দ্বিতীয় বাংলা ছবির
মাথায়। মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসের আট তারিখে পরিচালক মনোজ মিশিগান পরিচালিত "তৃতীয়
অধ্যায়-দ্যা থার্ড' চ্যাপ্টার"। মুক্তির
আগে নানা ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা জয় করে নেয় ছবিটি।
সেরা ফিচার ফিল্মের
পুরস্কার নিজের পকেটে পুরে ফেলে ছবিটি। এর পরে শুরু হল সিনেমা হলে ছবিটির প্রতি
মানুষের ভালবাসা। একে একে নানা সিনেমা হলে হাউসফুল শো দেখা যায়। প্যান ইন্ডিয়া শো
তে হাউসফুলের বোর্ড দেখা যায়। মানুষের কাছে এক অনন্য ভালবাসার জায়গা দখল করে
অভিনেতা আবীর চ্যাটার্জি, অভিজিৎ রায় ও
অভিনেত্রী পাওলি দামের অনবদ্য অভিনয়।
ছবির কেমিস্ট্রি কে এক
ভিন্ন রুপ দান করে অভিনেতা আবীর চ্যাটার্জি, অভিজিৎ রায়, পাওলি দামের
অভিনয়। পাশাপাশি ছবিতে দেখা যায় এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদের মুখ। পুষ্পরেখা
ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলা ছবির ইন্ডাস্ট্রি পায় নতুন একদল তারকা। মানুষের মন
জয় করে সুরোজিৎ মাইতি, সৌরভ দাস,
অরুনিমা, সময়িতা, অন্তরা দাস,
সাহেব হালদার,সৌম্য মজুমদারের মতো নতুন অভিনেতারা। 2019 সালে ১০০ দিনের শো এর পদক ছিনিয়ে নেয় ছবি "তৃতীয় অধ্যায়"। সেরার
শিরোপার পদক পকেটে নিয়ে পথ চলা পুষ্পরেখা ইন্টারন্যাশনাল এর।
প্রতিবেদন-সুমিত দে
Post a Comment