আমি কনটেন্টের ছবিতে বিশ্বাসী। আর তাই "মেঘ বৃষ্টির মলাট" এর জন্ম - সায়ন বসু চৌধুরী
বাংলা ছবির জগতে এখন কনটেন্ট এর ছবির খুব মূল্য। মানুষ সিনেমা হলে ভালো কনটেন্টের ছবি ছাড়া দেখা বন্ধ করে দিয়েছে। এসেছে অনেক পরিবর্তন সিনেমা জগতে। সাথে সাথে অভিনেতারা ও নিজেদের ভাঙতে শুরু করেছেন। সাথে পরিচালকগণ ও নিজেদের ছবির মোড়ক পরিবর্তন করতে শুরু করেছেন।
কনটেন্ট এর ছবিতে বিশ্বাসী বাংলা ছবির পরিচালক সায়ন বসু চৌধুরী। তাঁর "কিছু না বলা কথা" ছবিতে আমরা দেখেছি নতুন কনটেন্ট। মানুষকে নতুন ভাবনার ছবি উপহার দিতে তিনি গভীর আগ্রহী। আর তাই এবারের তার নতুন ছবি "মেঘ বৃষ্টির মলাট"।
একটি পারিবারিক গল্পের মাধ্যেমে তিনি নতুন ঘরানার ছবির জন্ম দিয়েছেন। মানুষের জীবনের নানা রঙের তুলির টান আর সেই রঙ এর মায়া মমতাতে গাঁথা এই ছবি। ইতি মধ্যে ছবির গান ও ট্রেলার মুক্তি পেয়েছে এবং তা বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সুদীপ সরকার, ফাল্গুনী চ্যাটার্জি, ওলিভিয়া মালাকার, অর্ণিবান চক্রবর্তী, সপ্তর্ষি চৌধুরী ও রঞ্জিনীকে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অমিত মিত্র। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবিটি আপনার নিকটবর্তী সিনেমাহলে।
প্রতিবেদন-সুমিত দে
Post a Comment