মুক্তি পেল অরুণাভ দে অভিনীত 'বি এ ম্যান' ছবির ফার্স্ট লুক পোস্টার
একজন পুরুষ হওয়া
জন্মের ব্যাপার কিন্তু একজন মানুষ হওয়া পছন্দের ব্যাপার। এমনই একটা বিষয় নিয়ে এস.এ.পি প্রোডাকশন নিয়ে আসতে চলেছে তাদের পরবর্তী
স্বল্পদৈর্ঘ্যের ছবি 'বি এ ম্যান'।
ছবির বক্তব্য
নিয়ে এখন আপাতত সেরকম কিছু বলা না গেলেও ছবির ফার্স্ট লুক পোস্টার দেখে স্বাভাবিক
ভাবে মনে হতে পারে যে ছবিটি থ্রিলারধর্মী ছবি হবে। তবে এই ছবি কোনো থ্রিলার ছবি নয়। এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে থ্রিলারের মতো
করেই।
'বি এ ম্যান' ছবিটি পরিচালনা করেছেন দুই যুগ্ম পরিচালক। প্রীতম ও অভিজিৎ এর যৌথ পরিচালনায় আগামী জুন
অথবা জুলাই মাসে মুক্তি পেতে পারে এ ছবি। ঠিক এমনটাই পূর্বাভাস দিচ্ছেন পরিচালকদ্বয়।
ছবিতে মুখ্য
চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'তৃতীয় অধ্যায়', 'খেলা ভাঙ্গার
খেলা',
'সেই যে হলুদ পাখি' খ্যাত অভিনেতা অরুণাভ দেকে। তিনি সিনেমার পাশাপাশি নাটকেও কাজ করেছেন। এ ছবিতে একটা ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে। এর আগে টেলিভিশনে এরকম চরিত্রে তিনি অভিনয় করলেও
এ ছবিতে রয়েছে বেশ কিছু ভিন্নধরন। যার কারণে অভিনেতাকে নতুন ভাবে নিজেকে ঘষামাজা করে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে।
ছবি মুক্তির আগে
সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়ে গেল 'বি এ ম্যান' ছবির ফার্স্ট লুক
পোস্টার। যে পোস্টারে
রয়েছে নতুনত্বের ছোঁয়া। পোস্টার দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে অরুণাভ দের চরিত্রের মধ্যে একটা গভীর
রহস্য লুকিয়ে আছে। কী সেই রহস্য? তার সামান্য
ইঙ্গিত পেতে হলে এখন অপেক্ষা করতে হবে ছবির ট্রেলারের জন্য।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment