'হীরক শহরে'র সাফল্যের পর 'কাহিনি'র নব প্রয়াস 'আমরা সবাই রাজা'
একটি রাজনৈতিক দল
এবং একটা পতিতালয়। যেই দলের ক্ষমতা বারবার বদলে যায় সময়ের সাথে সাথে। বদলায় কে বা কারা? এর
উত্তর পেতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে আগামী ২৭শে এপ্রিল, জ্ঞান মঞ্চে। কারণ ঐ দিন সন্ধ্যায় মহানগরীর মানুষদের নাটকীয়
সংলাপে বিদ্ধ করবে অরুণাভ দে পরিচালিত নতুন নাটক 'আমরা সবাই রাজা।'
উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সেই নাটক 'ম্যাকবেথ।' যেখানে স্কটল্যান্ডের শক্তিশালী রাজা ডানকান যার
শক্তিশালী সেনাপতি ম্যাকবেথ যিনি যুদ্ধে কখনো হারেন না। তাঁর বীরত্বের জন্য রাজা ডানকান
পুরস্কারস্বরূপ ম্যাকবেথকে কেওডোর অধিপতি
ঘোষণা করেন। একদল অশুভ রহস্যময় শক্তির আঘাতে ও ডাইনিদের ভবিষ্যদ্বাণী
অনুযায়ী তিনি কেওডোর অধিপতি হন। ম্যাকবেথের খ্যাতি, যশ ও অভিজাত্যের দম্ভে ম্যাকবেথ পত্নী লেডি
ম্যাকবেথ হয়ে ওঠেন অহংকারী ও হিংসুটে। তিনি নিজের স্বামী
ম্যাকবেথকে দিয়ে হত্যা করেন রাজা ডানকেনকে। ম্যাকবেথ রাজা ডানকেনকে হত্যা করার পর দখল করে বসেন রাজসিংহাসন। শান্তস্বভাবের ম্যাকবেথ হয়ে ওঠেন হিংস্র। রাজহত্যার দায় এড়াতে ডানকানের গুপ্তচর থেকে সেনাপতি এমনকি নিজের বন্ধুকেও
হত্যা করতে ছাড়লেন না ম্যাকবেথ। স্বামীর এরূপ অনুতাপে দগ্ধ হয়ে একবুক কষ্ট-যন্ত্রণা ও
অপমানবোধ সঙ্গে নিয়ে অসুস্থ হয়ে ম্যাকবেথকে ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন লেডি
ম্যাকবেথ। তারপরও ক্ষমতা ও অহংকারের বিষে বুদ হয়ে ম্যাকবেথ সর্বক্ষণ অতীষ্ঠ। এমতাবস্থায় ইংল্যান্ডের রাজার মাধ্যমে ডানকানের পুত্র মেলকম ও ডোনালবেইন
যুদ্ধ করে ম্যাকবেথকে শিরচ্ছেদ করে পরাস্ত করেন। ক্ষমতা ও অহংকারের দম্ভ তাসের ঘরের মতো যা সহজেই ভেঙ্গে যায়, সেটাই ছিল ম্যাকবেথ নাটকের উপজীব্য
বিষয়। সেই একই বিষয়
এবার উঠে আসতে চলেছে 'আমরা সবাই রাজা' নাটকে।
'আমরা সবাই রাজা' নাটকের গল্প উইলিয়াম শেক্সপিয়ার রচিত 'ম্যাকবেথে'র ছায়া অবলম্বনে নির্মিত। নাটকটি প্রযোজনা করতে চলেছে 'কাহিনি' নামক একটি
নাট্যসংস্থা। এটি 'কাহিনী' প্রযোজিত দ্বিতীয়
নাটক।'কাহিনি'র আগের নাটক 'হীরক শহর' কলকাতার মঞ্চে
প্রায় ৪ বার মঞ্জস্থ হয়েছে।‘হীরক শহর’ নাটকটি
ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
আগামী ২৭ এপ্রিল জ্ঞান মঞ্চে অভিনীত হতে চলেছে 'আমরা সবাই রাজা' নাটকের প্রথম অভিনয়। গল্পে অভিনয় করতে দেখা যাবে ম্যাকবেথের ভূমিয়ার অরুণাভ দে ,ডানকেনের
ভূমিকায় আবির দত্ত, ম্যাকডাফের চরিত্রে ফিরোজ হক শাহ, লেডি ম্যাকবেথের চরিত্রে
মাধুরি আচার্জি। এছাড়া অনির্বান চক্রবর্তী,শিল্পাশ্রি সেনগুপ্ত,সুমন
চৌধুরি,অভিরুপ চৌধুরি কে দেখা যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে।
'আমরা সবাই রাজা'
নাটকটি দর্শকদের মধ্যে কতটা আলোড়ন জাগাবে তা একমাত্র সময়ই বলতে পারে। তবে নাটকের সংলাপ, চরিত্রগঠন, সাজসজ্জা যেরকম হতে চলেছে তা থেকে একটা
স্পষ্ট ধারণা পাওয়া যায় যে এ নাটক দর্শকদের
আজীবন মনে রাখার মতো একটা নাটক হতে
চলেছে। ‘কাহিনির'
নবপ্রয়াস যাতে সফল হয় সেদিকে জোর দিতে হবে সকল দর্শকদের। কাজেই দর্শকদের অনুরোধ একবার দেখে আসুন এ নাটক।
প্রতিবেদন- সুমিত দে
বাহ্ অসাধারণ..
ReplyDeleteশুভকামনা রইল এই আয়োজনকে!! 🙏🙏