জিডি ইনভেনশনের ব্যানারে মুক্তি পেল নতুন বাংলা গান তোমার ভুবনে
বর্তমানে অনলাইন মিডিয়ার যুগে প্রতিদিন জন্ম হচ্ছে অসংখ্য খুদে শিল্পীদের। যারা বিশ্বের সর্বাধিক
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে সৃষ্টি করছে বেশ কিছু মনে রাখার মতো কাজ। আমাদের জীবনে হারিয়ে যাওয়া অনেক
বিনোদনের বস্তু আমরা আবারো ফিরে পাচ্ছি এদের মাধ্যমে।
বাংলাতে অজস্র শিল্পী তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাদের জনপ্রিয়তার মূলে
রয়েছে বাংলার অতীতের হারিয়ে যাওয়া কিছু কাজ। ঠিক যেমনটা জিডি ইনভেনশন
করছে। বাংলার গৌরবময় সংস্কৃতি থেকে তুলে আনছে মনোমুগ্ধকর কিছু বিষয়।
এইতো সম্প্রতি জিডি ইনভেনশনের অফিশিয়াল ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে তোমার ভুবনে শিরোনামের একটি গান। প্রখ্যাত গীতিকার পুলক
বন্দোপাধ্যায়ের লেখা সংগীতশিল্পী অখিলবন্ধু ঘোষের বিখ্যাত গান হলো তোমার ভুবনে। সেই গানের নব সংস্করণ হলো
তোমার ভুবনে। অসাধারণ মেলোডির সংমিশ্রণে নতুন রূপে বুনন হয়েছে এই গানটির। এ গান একবার শুনলে বারবার
শুনতে ইচ্ছে করে। গানের প্রতিটি লাইন থেকে সুরের মূর্ছনায় বারবার মুষড়ে পড়তে হয়। জিডি ইনভেনশন প্রযোজিত এ গানটি যথেষ্ট প্রশংসার দাবী রাখে।
তোমার ভুবনে গানটি পরিচালনা ও সম্পাদনা করেছেন গৌরব। গানটি গেয়েছেন অঙ্কিত। গানটিতে অভিনয় করেছেন
দিব্য ও সুপ্রদীপ্তা। জিডি ইনভেনশনের পুরো টিম হৃদয় দিয়ে কাজ করেছে এ গানে। অঙ্কিতের মিষ্টি গলায় এ
গান বেশ মন কাড়ে। ছয় মিনিট দৈর্ঘ্যের এই গানটিতে দিব্য ও সুপ্রদীপ্তার নির্বাক অভিনয়ও বেশ চোখ
পড়ার মতো। গানটি শুনতে চাইলে এক্ষুণি ঘুরে আসতে পারেন জিডি ইনভেনশনের অফিশিয়াল ইউটিউব
চ্যানেল থেকে।
প্রতিবেদন-সুমিত দে সহায়তায়-অভিরূপ সেন
Post a Comment