Header Ads

জিডি ইনভেনশনের ব্যানারে মুক্তি পেল নতুন বাংলা গান তোমার ভুবনে



বর্তমানে অনলাইন মিডিয়ার যুগে প্রতিদিন জন্ম হচ্ছে অসংখ্য খুদে শিল্পীদেরযারা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে সৃষ্টি করছে বেশ কিছু মনে রাখার মতো কাজআমাদের জীবনে হারিয়ে যাওয়া অনেক বিনোদনের বস্তু আমরা আবারো ফিরে পাচ্ছি এদের মাধ্যমে

বাংলাতে অজস্র শিল্পী তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছেতাদের জনপ্রিয়তার মূলে রয়েছে বাংলার অতীতের হারিয়ে যাওয়া কিছু কাজঠিক যেমনটা জিডি ইনভেনশন করছেবাংলার গৌরবময় সংস্কৃতি থেকে তুলে আনছে মনোমুগ্ধকর কিছু বিষয়

এইতো সম্প্রতি জিডি ইনভেনশনের অফিশিয়াল ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে তোমার ভুবনে শিরোনামের একটি গানপ্রখ্যাত গীতিকার পুলক বন্দোপাধ্যায়ের লেখা সংগীতশিল্পী অখিলবন্ধু ঘোষের বিখ্যাত গান হলো তোমার ভুবনেসেই গানের নব সংস্করণ হলো তোমার ভুবনেঅসাধারণ মেলোডির সংমিশ্রণে নতুন রূপে বুনন হয়েছে এই গানটিরএ গান একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করেগানের প্রতিটি লাইন থেকে সুরের মূর্ছনায় বারবার মুষড়ে পড়তে হয়জিডি ইনভেনশন প্রযোজিত গানটি যথেষ্ট প্রশংসার দাবী রাখে

তোমার ভুবনে গানটি পরিচালনা ও সম্পাদনা করেছেন গৌরবগানটি গেয়েছেন অঙ্কিতগানটিতে অভিনয় করেছেন দিব্য ও সুপ্রদীপ্তাজিডি ইনভেনশনের পুরো টিম হৃদয় দিয়ে কাজ করেছে এ গানেঅঙ্কিতের মিষ্টি গলায় এ গান বেশ মন কাড়েছয় মিনিট দৈর্ঘ্যের এই গানটিতে দিব্য ও সুপ্রদীপ্তার নির্বাক অভিনয়ও বেশ চোখ পড়ার মতোগানটি শুনতে চাইলে এক্ষুণি ঘুরে আসতে পারেন জিডি ইনভেনশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। 

প্রতিবেদন-সুমিত দে   সহায়তায়-অভিরূপ সেন        
       

No comments