আসছে মনোজ মিচিগানের 'তৃতীয় অধ্যায়'
বইয়ের মতো মানুষের জীবনেও
রয়েছে অধ্যায়। শ্রেয়া ও কৌশিকের জীবনের
তৃতীয় অধ্যায়। যে অধ্যায় রহস্য ও প্রেমে
ভরা। আসছে মনোজ মিচিগান পরিচালিত
নতুন বাংলা ছবি 'তৃতীয় অধ্যায়'। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও পাওলি দাম। পুষ্পরেখা ইন্টারন্যাশনালের ব্যানারে আগামী ৮ ই ফেব্রুয়ারি
মুক্তি পেতে চলেছে তৃতীয় অধ্যায়। বেডরুম ছবির পর আবারো আবিরের সাথে এ ছবিতে জুটি বেঁধেছে পাওলি দাম।
ছবির সিংহভাগ শ্যুটিং হয়েছে দেওঘরে। বহুদিন পর কোনো বাংলা ছবির শ্যুটিং সম্পন্ন হলো দেওঘরে। পরিচালক মনোজ মিচিগানের সাথে এটা আবিরের দ্বিতীয় কাজ। এর আগে মনোজ মিচিগান পরিচালিত আমি জয় চ্যাটার্জি সিনেমাতে কাজ করতে দেখা যায়
আবিরকে। যে ছবিতে আবিরের বিপরীতে অভিনয়
করেছিলেন চিত্রনায়িকা জয়া আহসান।
ছবিটিকে ঘিরে অত্যন্ত আশাবাদী ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা। ইতিমধ্যেই ছবির ট্রেলার বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। দুই মিনিট দশ সেকেন্ড সময়ের ট্রেলারে রয়েছে বেশ টানটান রহস্য ও উত্তেজনা । ছবির ট্রেলার দেখলেই বোঝা যায় এটি একটি রোমান্টিক থ্রিলার। সম্পর্কের টানাপোড়েনে অতীত থেকে ফিরে আসা দুই ব্যাক্তি কৌশিক ও শ্রেয়া। ছোটোবেলা থেকেই যাদের মধ্যে রয়েছে এক প্রেমের সম্পর্ক। কিন্তু মাঝখানে অকস্মাৎ তাদের সম্পর্কের চিড় ধরে। দুজন দুজনের থেকে অনেক দূরে চলে যায়। তারপর কয়েক বছর পর আবারো ফিরে আসতে হয় তাদের। তারপর ঠিক কী হয়? বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে ৮ ই ফেব্রুয়ারি মুক্তির দিন পর্যন্ত।
ছবিতে রয়েছে মন ভালো করার মতো গান, ঝকঝকে সিনেমোটোগ্রাফি, প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সাবলীল অভিনয়, লোকেশন, মিষ্টি প্রেমের গল্প। সবমিলিয়ে জমজমাট চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন পরিচালক মনোজ মিচিগান৷
এই ছবিটি মুক্তির আগেই দেখেছে সাফল্যের মুখ। মুক্তির আগে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই ছবিটি। সম্প্রতি নাগপুরের এক্সপ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার
জিতেছে ' তৃতীয় অধ্যায়'। যা দেখে সহজে আশা করাই যায়
যে এ ছবি দর্শকদের মন কাড়বে।
প্রতিবেদন-সুমিত দে
প্রতিবেদন-সুমিত দে
Post a Comment