Header Ads

অভিরণ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে ' চা ' এবং ' পিছু '


শ্রীমা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে পরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে দু-দুটো স্বল্পদৈর্ঘ্যের ছবি একটির নাম চা আরেকটির নাম পিছু সিদ্ধার্থ সিংহের ছোটো গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে শর্টফিল্ম চা। যদিও চা গল্পের শেষ অংশের চিত্রনাট্য লিখেছেন অভিরণ চট্টোপাধ্যায়ের।আর পিছু তৈরি হতে চলেছে অভিরণ চট্টোপাধ্যায়ের নিজস্ব ভাবনা দ্বারা ছবির স্ক্রিপ্ট রাইটিং থেকে ইডিটিং, পরিচালনা প্রযোজনার দায়ীত্ব একা হাতে সামলেছেন অভিরণ চট্টোপাধ্যায়

চা সিনেমাতে অভিনয় করেছেন রাজা চক্রবর্তী, সোনিয়া চট্টোপাধ্যায়, শ্রেয়া, অমিত দে  আরো অনেকে আর পিছু সিনেমাতে অভিনয় করেছেন রাজা চক্রবর্তী, শ্রেয়া, সুস্মিতা চ্যাটার্জি অন্যান্যরা    এই দুটি ছবিতে ফটোগ্রাফি করেছেন ব্রজ সরকার। প্রোডাকশন ম্যানেজারের কাজ করেছেন কবিতা চ্যাটার্জি। লাইটের দায়িত্বে ছিলেন নবিন দাস। মেক আপ করেছেন অরুপ হালদার।      
দুটো ছবির শ্যুটিং আপাতত শেষ এখন অপেক্ষা শুধু ছবির মুক্তির আর তার আগে শ্যুটিং চলাকালীন সময়ে লিটারেসি প্যারাডাইস সিনেমা সাতকাহন পৌঁছে গিয়েছিল চা পিছুর সেটে আমরা কথা বলেছি ছবির পরিচালক কলাকুশলীদের সাথে চা পিছু শর্টফিল্মের ব্যাপারে আপনাদের জন্য রইল চা পিছু সিনেমার শ্যুটিং কভারেজ ভিডিও ভিডিওটি দেখার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুন। 


                


3 comments:

  1. Replies
    1. অনেক অনেক ধন্যবাদ

      Delete
    2. আপনাকেও অসংখ্য ধন্যবাদ

      Delete