Header Ads

ফিরে দেখা ২০১৮ : গত এক বছরের সেরা দশটি বাংলা সিনেমা


বাংলাতে কিছু পরিচালক তামিল, তেলুগু সিনেমা থেকে রিমেক বানানযার পরিপ্রেক্ষিতে অনেকেই বলে থাকেন যে বাংলাতে নাকি অরিজিনাল ছবি হয়নাতাদের ধারণা সম্পূর্ণ ভুলকারণ বাংলাতে রয়েছে অসংখ্য অরিজিনাল সিনেমাযে সিনেমাগুলোর কনসেপ্ট যথেষ্টই উন্নতমানেরআজকাল বেশিরভাগ বাংলা সিনেমার পরিচালকদের মধ্যে অরিজিনাল ছবি বানানোর প্রবণতা বাড়ছেকারণ রিমেক ছবির এখন কোনো চাহিদা নেইবাংলাতে রিমেকধর্মী ছবি থেকে মুখ সরিয়ে নিচ্ছে দর্শকেরাযার ফলে সকল পরিচালক চেষ্টা করছেন আরো উন্নতমানের ছবি বানানোরযেটা বাংলা সিনেমার ভবিষ্যতের ক্ষেত্রে বিশাল একটা ব্যাপার

২০১৮ এর কথাই যদি বলা হয়সেখানে আমরা দেখেছি রিমেক সিনেমার সংখ্যা হাতেগোনা সাত থেকে আটটিছবি অরিজিনাল বা রিমেক হোকসমস্ত ছবিই কিন্তু রাত-দিন কষ্ট করে পরিচালকদের বানাতে হয়যদিও দর্শকেরা সে কষ্টের কথা বুঝতে চায়নাতাঁরা অরিজিনাল সিনেমাতেই বেশি আগ্রহীআগ্রহ থাকাটাই স্বাভাবিককারণ অরিজিনাল সিনেমা সর্বদা একটা ইন্ড্রাস্ট্রির মান বাড়ায়              

২০১৮ তে বাংলাতে রিমেক সিনেমাকে পরাস্ত করে জয়ী হয়েছে অরিজিনাল সিনেমাগুলোআসুন দেখা নেওয়া যাক ২০১৮ সালের সেরা দশটি বাংলা ছবির তালিকাযা আমাদের মনকে বিশেষভাবে নাড়া দিয়েছেপুরো বছরজুড়ে ২০১৮ তে দেখা গেছে ভালো ছবির ভিড়এবার জেনে নেওয়া যাক সেরা ছবিগুলোর কথা

১.এক যে ছিল রাজা- সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিটি বানানো হয়েছে ভাওয়াল সন্ন্যাসী কোর্ট মামলা নিয়েঝকঝকে সিনেমোটোগ্রাফি, দূর্দান্ত চিত্রনাট্য, দূর্দান্ত গান  ও প্রতিভাবান শিল্পীদের অভিনয় সব মিলিয়ে এটি একটি উন্নতমানের এক্সপেরিমেন্টাল সিনেমাএই সিনেমা সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে

২.রসগোল্লা- পরিচালক পাভেলের দ্বিতীয় সিনেমা রসগোল্লানবীন ময়রার রসগোল্লা আবিষ্কারের ইতিবৃত্ত হলো ছবির মূল কাহিনীদর্শক থেকে শুরু করে সমালোচক সর্বজন প্রশংসিত হয়েছে এ সিনেমা

৩.মনোজদের অদ্ভুত বাড়ি - পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অন্যতম উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি অবলম্বনে নির্মাণ করেছেন এই সিনেমামনোজদের অদ্ভুত বাড়ি সিনেমাটি দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে

.গুপ্তধনের সন্ধানে- এটি পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের প্রথম ছবিপরিচালকের নিজস্ব সৃষ্টি গোয়েন্দা চরিত্র সোনাদা সিরিজের প্রথম সিনেমা হলো গুপ্তধনের সন্ধানেএ ছবিতে সম্পূর্ণ বাঙালিয়ানাকে তুলে ধরা হয়এই ছবিটি দর্শকদের মনে বেশ নাড়া দিয়েছিল

৫.হামি- পরিচালক শিবপ্রসাদ বন্দোপাধ্যায় ও নন্দিতা রায়ের নিজস্ব চিন্তাধারার প্রতিফলন হলো হামিচিনি ও ভুটুর গভীর বন্ধুত্ব নিয়ে বানানো হয়েছে এই ছবিএ ছবি সর্বজন প্রশংসিত হয়

.উমা- পরিচালক সৃজিত মুখার্জির অন্যতম সিনেমা উমাএই ছবি কাঁদিয়েছিল অসংখ্য দর্শকদের মনক্যানসার আক্রান্ত মেয়ের জন্য বাবার টানাপোড়েনের গল্প হলো উমাএ ছবিও সর্বজন প্রশংসিত

৭.সোনার পাহাড়- অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তাঁর অন্যতম সিনেমা হলো সোনার পাহাড়মা ও তাঁর ছেলের সোনার পাহাড় খুঁজে পাওয়ার গল্প হলো সোনার পাহাড়এ ছবি দর্শকদের হৃদয় তোলপাড় করে দেয়

৮.গুডনাইট সিটি- পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন এ ছবিসাইকো থ্রিলার ও সাসপেন্সের মিশেলে এ সিনেমাতে বলা হয়েছে কেবল একটি রাতের গল্পএ ছবির গল্প দর্শকদের এতোটাই কঠিন লেগেছিল যে সিনেমাটি একবার দেখে অনেকেই বুঝতে পারেননিতবে ছবিটি বেশ প্রশংসিত। 

.রেনবো জেলি- এটি পরিচালক সৌকর্য ঘোষালের প্রথম চলচ্চিত্রএটি ভারতের প্রথম ফুড ফ্যান্ডাসি ফিল্ম 

১০.আলিনগরের গোলকধাঁধা- এটি পরিচালক সায়ন্তন ঘোষালের অন্যতম সিনেমাবাস্তব ও ইতিহাস মিলিয়ে গুপ্তধনের খোঁজ করতে গিয়ে গোলকধাঁধায় জড়িয়ে পড়ার গল্প হলো আলিনগরের গোলকধাঁধা    

প্রতিবেদন- সুমিত দে                           
     
                                    

2 comments:

  1. এই রকম রচনা আরও বিভিন্ন বিষয়ে আসুক! তাহলে বহির্বঙ্গে বসবাসকারী বাঙালিরাও জানতে পারবেন যে বাঙালিদের মধ্যে ভালো কাজের, গুণের এবং গুণীর অভাব কখনো ছিল না--আজও নেই! ধন্যবাদ 'Literacy Paradice'-কে!

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ বৃহস্পতি টিভি বাংলাকে

    ReplyDelete