Header Ads

আসছে অভিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় নির্বাক ছবি দৃঢ়পণ

সবাক চলচ্চিত্রের যুগেও বেশ বাড়ছে নির্বাক ছবির জনপ্রিয়তাবর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউটিউবে অনেক নির্বাক চলচ্চিত্র দেখা যায়যে চলচ্চিত্রগুলো বহু সংখ্যক দর্শক দেখেছেনইউটিউবে নির্মিত নির্বাক ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো

সবচেয়ে বড়ো কথা হলো একটা গল্পকে কোনো কথা ছাড়া নির্বাক আকারে চলচ্চিত্রে রূপান্তর করে পর্দায় নামানো যথেষ্টই কঠিন কাজকিন্তু কিছু সংখ্যক সৃজনশীল মানুষের কাছে নির্বাক ছবি বানানো অনেক সহজ কাজযেমন অভিরণ চট্টোপাধ্যায়ের কথাই যদি বলা হয়যিনি নির্বাক ছবি বানাতে অনেক বেশি উৎসাহীতাঁর পরিচালিত প্রথম নির্বাক ছবি 'কোক'যা ইতিমধ্যেই জিতে নিয়েছে ২০১৭ ও ২০১৮ অনুকৃতি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার

প্রথম নির্বাক ছবির কাজ শেষ করে তিনি হাত দেন 'চা' নামের একটি নির্বাক ছবিতেযদিও তার মুক্তির তারিখ পিছিয়ে গেছেআর এই ছবিটি মুক্তির আগেই নির্মাণ করলেন আরো একটি নির্বাক ছবিযার নাম 'দৃঢ়পণ'। এ ছবির কাহিনী লিখেছেন কবিতা চ্যাটার্জি ও ঝুনু বেরাচিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় অভিরণ চট্টোপাধ্যায়সাজসজ্জায় অরূপ হালদারক্যামেরার দায়ীত্বে ছিলেন সুমন মন্ডল ও মৌসুম ঢালিছবিতে অভিনয় করতে দেখা যাবে কবিতা চ্যাটার্জি, ওয়াহিদ বিশ্বাস, বাপি কুন্ডু, টুম্পা সিং, সৌররিস, অর্ক এবং দক্ষিণ-পশ্চিম ট্রাফিক গার্ডএটি পরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় নির্বাক ছবি' দৃঢ়পণ' ছবির প্রযোজনায় বিশ্ব বাংলা, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ড প্রোডাকশন ও শ্রীমা ফিল্মস প্রোডাকশনপরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের বড়ো প্রজেক্টের মধ্যে 'দৃঢ়পণ' অন্যতমএই ছবিটি নিয়ে তিনি বেশ আগ্রহীকারণ ২০১৮ সালের ভালো ছবির তালিকায় থাকবে এই নির্বাক ছবিটি   

[নিজস্ব সংবাদদাতা]                        

No comments