Header Ads

অবশেষে মুক্তি পেল ‘আমি জানি তুমি ঠিকে’র অফিশিয়াল ট্রেলার


অবশেষে মুক্তি পেল আমি জানি তুমি ঠিকের অফিশিয়াল ট্রেলার। এটি একটি স্বল্পদৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম।স্বল্পদৈর্ঘ্যের এই মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করছেন ব্যাড ট্রিপ ব্যান্ডের ফ্রন্ট ম্যান প্রাঞ্জল দাস এবং ব্যান্ডের অন্যান্য সদস্যরা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিমির বিশ্বাসের বাবা স্বপন বিশ্বাস, রাহুল, শবনম, সুমন, দীপান্বীতা ও জিৎ। এই ফিল্মটির পরিচালনায় জনপ্রিয় সংগীত শিল্পী তিমির বিশ্বাসআমি জানি তুমি ঠিক ব্যাড ট্রিপ ব্যান্ডের এক অনন্য প্রয়াস। গানটির ভিডিও পরিবেশনায় রয়েছেন WEBAQOOF এর তরফে অভিনন্দন দাস।বেশ জমকালো ভাবে অভিনব উপায়ে শুরু হয় ছবির প্রমোশন। বর্তমানে ছবির প্রচার প্রায় শেষের মুখে।


ইতিমধ্যেই ঝড় তুলেছে ছবির ট্রেলার। সাসপেন্স ও রোমাঞ্চের মোড়কে বানানো হয়েছে আমি জানি তুমি ঠিকের অফিশিয়াল ট্রেলার।ট্রেলার দেখার পর অসংখ্য মানুষ মুখিয়ে রয়েছে আমি জানি তুমি ঠিকদেখার জন্য। স্বল্পদৈর্ঘ্যের এই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে ২১ শে নভেম্বর।যারা এখনো ট্রেলারটি দেখেন নি তাদের অনুরোধ সময় নষ্ট না করে নীচের লিঙ্কটি ক্লিক করে ঝটপট দেখে নিন আমি জানি তুমি ঠিকের অফিশিয়াল ট্রেলার।  

No comments