একটি কলকাতা রমরমা প্রযোজনার নিবেদন 'আস্তানা'
নাটক দেখতে আমরা সকলেই ভালোবাসি। এই নাটকের টানে আমরা ছুটে
চলি বিভিন্ন মঞ্চের কাছে। বেশিরভাগ নাটকই আমাদের জীবনের গল্প ও আমাদের চারপাশের অবস্থার কথা
তুলে ধরে। যা স্বাভাবিকভাবেই পৌঁছে যায় আমাদের মনের শিকড়ে।
যারা নিয়মিত নাটক দেখতে
পছন্দ করেন এবং নাটকের পাশে দাঁড়িয়ে যারা নাটককে সাফল্যমন্ডিত করেন। তাঁরা সকলেই চলে আসুন
জ্ঞান মঞ্চে আগামী ৯ ই ডিসেম্বর। কারণ ৯ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ এ একটি কলকাতা রমরমা প্রযোজনা জ্ঞান মঞ্চে নিয়ে
আসছে একটি অসাধারণ নাটক। কণ্যকা ভট্টাচার্য নির্দেশিত এ
নাটকের নাম 'আস্তানা'।
আস্তানা একটা গানের দল। কয়েকজন বন্ধু... তাদের ভালো থাকা,
ভালোবাসা, ভালো লাগা... সাথে রয়েছে অনেক মন কেমনের মুহূর্ত... অভিমান, রাগ, কষ্ট।
অরণ্য, হিন্দোল,
রাই, শিখ, লম্বু দা এবং হিয়ার গল্প আস্তানা। সঙ্গে রয়েছে কেষ্টদার চা, রেডিও,
জন্মদিন, এবং আরো অনেক কিছু।
'আস্তানা' নাটকে অভিনয় করতে দেখা যাবে অনুভব
দাশগুপ্ত, আভেরী সিংহ রায়, বর্ষা চৌধুরী, সাত্যকী টাট, দীপ্ত দীপ চক্রবর্তী, জিৎ
দাশ, সুস্নাত ভট্টাচার্য, গার্গী দাশগুপ্ত, দেবায়ন ভট্টাচার্য প্রমুখ। নাটকটিতে আবহসংগীত
পরিচালনায় রয়েছেন জয় সরকার।
[ প্রতিবেদন- সুমিত দে]
[ সহায়তায়- অভিরূপ সেন ]
[ সহায়তায়- অভিরূপ সেন ]
Post a Comment