Header Ads

আবারও প্রাণ পাচ্ছে নির্বাক ছবি



আজকাল নির্বাক ছবি সচরাচর আর হয়না কিন্তু বর্তমান প্রজন্মের কিছু নতুন প্রতিভাবান মানুষেরা স্বল্পদৈর্ঘ্যের কিছু নির্বাক ছবি বানাচ্ছেন। উদাহরণস্বরুপ পরিচালক অভিরণ চট্টোপাধ্যায়ের কথাই যদি বলা হয়। তিনি নিয়ে আসতে চলেছেন তাঁর প্রথম নির্বাক ছবি কোক। শ্রীমা ফিল্ম প্রোডাকশন ও অভিরণ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। যেহেতু এটি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি কাজেই নবাগত সব অভিনেতা অভিনেত্রী দিয়েই এই ছবিটি নির্মিত হয়েছে।এই ছবিতে কোন নামিদামি অভিনেতা অভিনেত্রী নেই, সবাই নতুন মুখ। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কবিতা চ্যাটার্জি, ছেলে ক্যাপ্টেন এছাড়া উপাসোনা রাউন্ড, শ্রেয়া ,বিজেন কর আর অনেকে।  ছবিতে ফটোগ্রাফির কাজ করেছেন ব্রজ সরকার। ছবিতে মেক আপের দায়িত্বে ছিলেন বাপি। অভিরণ চট্টোপাধ্যায়ের লেখা কোক কবিতা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। পরিচালকের মতে যেহেতু নির্বাক ছবির কোন ভাষা নেই তাই এই ছবি বাস্তবে কিন্তু অনেক বেশি সবাক, সব ভাষাভাষির মানুষই এ ছবি বুঝতে পারবেন। তিনি পরের ছবিগুলিও নির্বাক করার সিদ্ধান্ত নিয়েছেন যেমন ওনার পরবর্তী ছবি 'চা'ও হতে চলেছে নির্বাক। কোক কবিতাটিও নিচে দেওয়া হল যা অবলম্বনে এই গল্প।


কোক 
অভিরণ চট্টোপাধ্যায়
হায়রে পোড়া কপাল

ভাত দিলি না

দিলি না শেষে মুখে আগুন

পরে আছে মরে আছে রাস্তাতে
খোকা বলে ডাকবে না আর
খোকা বলে আদর করবে না আর
মূল্য পায় না মা কোকের
শান্তনা, কেন শান্তনা, কিসের শান্তনা
কষ্টে যে বুক ফাটে তে
রাগ যে আসে মনে তে
চোখে জল তবু তো
খোকার দোষ নিও না প্রভু তো
এ ভাবনা ভাবতে পারে মাই শুধু
কোকের মূল্য যে পায় না শুধু
বোধশক্তি শূন্য তাই নেই মায়ের মূল্য
মাতৃরূপেন সংস্থিতা বলে প্রার্থণা
জন্মদাত্রী কে কেন এই ফুটপাতোনা
এ নয় খোলা কাম
নেই মায়ের কোকের দাম।

কোক ছবিটি ইতিমধ্যেই জিতে নিয়েছে ২০১৭ এবং ২০১৮ সালের অনুকৃতি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার। 
[ নিজস্ব সংবাদদাতা ]  
[ সহায়তায় অভিরণ চট্টোপাধ্যায় ]









No comments