Header Ads

আন্তর্জাতিক মঞ্চে এবার প্রবেশ করতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের স্বল্পদৈর্ঘ্যের ছবি পিউপা


পিউপা থেকে প্রজাপতি হয়ে ওঠার গল্প পিউপাআন্তর্জাতিক মঞ্চে এবার প্রবেশ করতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের স্বল্পদৈর্ঘ্যের ছবি পিউপাপিউপা ছবিটি নিয়ে দর্শকেরা যথেষ্ট আগ্রহীযদিও ছবিটিকে নিয়ে অনেক ঝামেলার মুখও দেখতে হয়েছিল স্বয়ং পরিচালককেছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৮ এর ১৯ শে জানুয়ারিকিন্তু আটকে যায় সিনেমার মুক্তির তারিখসেন্সর বোর্ডের কোপ পড়ে চলচ্চিত্রটির ওপরসেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মিলছিল না ছবিটিরকারণ অবশ্যি একটাইএ ছবির গল্পমায়ের মৃত্যুতে অফিসের ছুটি নিয়ে দেশে ফিরে আসে শুভ্রবাড়িতে অসুস্থ বাবাযার চিকিৎসার জন্য ফিরে আসতে হয় শুভ্রকেবাবার আয়ু ১০ থেকে ১৫ দিনঅথচ ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও মৃত্যু হয়নি তাঁর বাবারএকদিকে অসুস্থ বাবা, অন্যদিকে বিদেশে ফিরতে হবে শুভ্রকেকিন্তু দায়ীত্ব-কর্তব্যকে অবজ্ঞা করে বাবাকে বাড়িতে একা ফেলে রাখতে কষ্ট হয় শুভ্রেরতাই সে বিদেশে ফিরে যেতে পারছিল নাঅবশেষে শুভ্রকে সিদ্ধান্ত নিতে হয় বাবাকে ইউথেনেসিয়া প্রক্রিয়াতে মেরে ফেলার। 

ভারতে ইউথেনেসিয়া ব্যবহার করার কোনো অনুমতি নেইযার জন্য আপত্তি ওঠে সেন্সর মহলেতাদের দাবী ছবিতে পরিবর্তন করা হোক খুনের দৃশ্যটিপরিচালক মানতে নারাজ ছিলেন সেন্সরের দাবীঅবশেষে সব জল্পনা সরিয়ে সেন্সরের ছাড়পত্রসহ ২০ শে জুলাই মুক্তি পায় পিউপাআবার মুক্তির আগে গত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিউপা প্রদর্শনের সময় হঠাৎ করে প্রজেক্টার বন্ধ হয়ে যায়যা কিছুটা হতাশ করেছিল পরিচালককেতবুও হাল ছাড়েন নি ইন্দ্রাশিস আচার্যসব বাঁধা অতিক্রম করে শহরের বড়ো বড়ো প্রেক্ষাগৃহে বেশ প্রশংসিত হয় পিউপাতারপর ছবিটি ডাবিং করা হয় তেলুগু ভাষায়ছবি প্রসঙ্গে এ ছবির অন্যতম অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় জানান যে - ' পিউপা সংগ্রহ করে রাখার মতো সিনেমাবর্তমানে এ ছবি কত টাকার ব্যবসা করলোসেই নিরিখে পিউপাকে বিচার করা যাবে না'
এবার দেশের সীমানা পেরিয়ে সুদূর আন্তর্জাতিক মঞ্চে পিউপাপিউপা ছবিটি স্থান দখল করলো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল ও অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেহাজারো ঝড়-ঝাপটা-ঝামেলার অন্ধকার সরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়ে দর্শকমহলে আরো বেশি প্রশংসিত হবে পিউপা। 
https://youtu.be/qRKo_OKt2YU                                                                                             

No comments