আন্তর্জাতিক মঞ্চে এবার প্রবেশ করতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের স্বল্পদৈর্ঘ্যের ছবি পিউপা
পিউপা থেকে প্রজাপতি হয়ে ওঠার গল্প পিউপা। আন্তর্জাতিক মঞ্চে এবার
প্রবেশ করতে চলেছে ইন্দ্রাশিস আচার্যের স্বল্পদৈর্ঘ্যের ছবি পিউপা। পিউপা ছবিটি নিয়ে দর্শকেরা
যথেষ্ট আগ্রহী। যদিও ছবিটিকে নিয়ে অনেক ঝামেলার মুখও দেখতে হয়েছিল স্বয়ং পরিচালককে। ছবিটি মুক্তি পাওয়ার কথা
ছিল ২০১৮ এর ১৯ শে জানুয়ারি। কিন্তু আটকে যায় সিনেমার মুক্তির তারিখ। সেন্সর বোর্ডের কোপ পড়ে
চলচ্চিত্রটির ওপর। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মিলছিল না ছবিটির। কারণ অবশ্যি একটাই। এ ছবির গল্প। মায়ের মৃত্যুতে অফিসের
ছুটি নিয়ে দেশে ফিরে আসে শুভ্র। বাড়িতে অসুস্থ বাবা। যার চিকিৎসার জন্য ফিরে আসতে হয় শুভ্রকে। বাবার আয়ু ১০ থেকে ১৫ দিন। অথচ ১৫ দিন পেরিয়ে যাওয়ার
পরও মৃত্যু হয়নি তাঁর বাবার। একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে বিদেশে ফিরতে হবে শুভ্রকে। কিন্তু দায়ীত্ব-কর্তব্যকে অবজ্ঞা করে
বাবাকে বাড়িতে একা ফেলে রাখতে কষ্ট হয় শুভ্রের। তাই সে বিদেশে ফিরে যেতে পারছিল
না। অবশেষে শুভ্রকে সিদ্ধান্ত নিতে হয় বাবাকে ইউথেনেসিয়া প্রক্রিয়াতে মেরে
ফেলার।
ভারতে ইউথেনেসিয়া ব্যবহার করার কোনো অনুমতি নেই। যার জন্য আপত্তি ওঠে
সেন্সর মহলে। তাদের দাবী ছবিতে পরিবর্তন করা হোক খুনের দৃশ্যটি। পরিচালক মানতে নারাজ
ছিলেন সেন্সরের দাবী। অবশেষে সব জল্পনা সরিয়ে সেন্সরের ছাড়পত্রসহ ২০ শে জুলাই মুক্তি পায় পিউপা। আবার মুক্তির আগে গত
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিউপা প্রদর্শনের সময় হঠাৎ করে প্রজেক্টার
বন্ধ হয়ে যায়। যা কিছুটা হতাশ করেছিল পরিচালককে। তবুও হাল ছাড়েন নি
ইন্দ্রাশিস আচার্য। সব বাঁধা অতিক্রম করে শহরের বড়ো বড়ো প্রেক্ষাগৃহে বেশ প্রশংসিত হয় পিউপা। তারপর ছবিটি ডাবিং করা হয়
তেলুগু ভাষায়। ছবি প্রসঙ্গে এ ছবির অন্যতম অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় জানান যে - ' পিউপা
সংগ্রহ করে রাখার মতো সিনেমা। বর্তমানে এ ছবি কত টাকার ব্যবসা করলো। সেই নিরিখে পিউপাকে বিচার
করা যাবে না।'
এবার দেশের সীমানা পেরিয়ে সুদূর আন্তর্জাতিক মঞ্চে পিউপা। পিউপা ছবিটি স্থান দখল
করলো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল ও অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম
ফেস্টিভ্যালে। হাজারো ঝড়-ঝাপটা-ঝামেলার অন্ধকার সরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়ে
দর্শকমহলে আরো বেশি প্রশংসিত হবে পিউপা।
Post a Comment