সৃজিত মুখার্জীর নতুন চ্যালেঞ্জ শাহজাহান রিজেন্সি
এক যে ছিলো রাজা
চলচ্চিত্রের সাফল্যের পর এবার আসতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং
বাংলা ছবি শাহজাহান রিজেন্সি। বিখ্যাত ঔপন্যাসিক শংকরের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে নির্মিত হতে
চলেছে এই ছবি। মহানায়ক উত্তম কুমার
অভিনীত চৌরঙ্গী নামক যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল সেই চলচ্চিত্রের থেকে সম্পূর্ণ
ভিন্নধারায় নির্মিত হবে শাহজাহান রিজেন্সি। চৌরঙ্গী উপন্যাসের মডার্ন ভার্সন হলো শাহজাহান
রিজেন্সি। সৃজিত মুখার্জীর
প্রযোজনা সংস্থা ম্যাচকাট ও এসভিএফের যৌথ প্রযোজনায় গত জুলাই মাস থেকে শুরু হয়েছে
এই ছবির শ্যুটিং।
আপাতত ছবির শ্যুটিং প্রায় শেষের মুখে। শংকরের চৌরঙ্গী উপন্যাস হলো জীবনদর্শনের এক জীবন্ত দলিল। এছাড়াও বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী উপন্যাস হলো চৌরঙ্গী। ১৯৬৮ সালে মুক্তি পায় পিনাকী ভূষণ মুখোপাধ্যায়ের পরিচালনায় চৌরঙ্গী। এ সিনেমায় উপন্যাসের অন্যতম চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। এছাড়াও চলচ্চিত্রের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। সৃজিত মুখার্জীর কথায় এ চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণে তিনি এ ছবি পুনরায় বানাতে চান। তবে এ ছবির প্রেক্ষাপট বর্তমান সময় অর্থাৎ ২০১৮। সৃজিত মুখার্জীর কাছে এ ছবিটি একটি চ্যালেঞ্জ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক ও অন্যান্যরা। এখন অপেক্ষা শুধু এই চলচ্চিত্রটির। ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে গোটা বাঙালি দর্শকেরা।
https://youtu.be/Ob4g5eBeEmQ
আপাতত ছবির শ্যুটিং প্রায় শেষের মুখে। শংকরের চৌরঙ্গী উপন্যাস হলো জীবনদর্শনের এক জীবন্ত দলিল। এছাড়াও বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী উপন্যাস হলো চৌরঙ্গী। ১৯৬৮ সালে মুক্তি পায় পিনাকী ভূষণ মুখোপাধ্যায়ের পরিচালনায় চৌরঙ্গী। এ সিনেমায় উপন্যাসের অন্যতম চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। এছাড়াও চলচ্চিত্রের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। সৃজিত মুখার্জীর কথায় এ চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণে তিনি এ ছবি পুনরায় বানাতে চান। তবে এ ছবির প্রেক্ষাপট বর্তমান সময় অর্থাৎ ২০১৮। সৃজিত মুখার্জীর কাছে এ ছবিটি একটি চ্যালেঞ্জ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক ও অন্যান্যরা। এখন অপেক্ষা শুধু এই চলচ্চিত্রটির। ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে গোটা বাঙালি দর্শকেরা।
https://youtu.be/Ob4g5eBeEmQ
Post a Comment