আসতে চলেছে সৌরভ নীলের পরবর্তী ছবি দ্য কমন মাইন্ড
আধ্যাত্মিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে আসতে চলেছে নতুন থ্রিলারধর্মী
স্বল্পদৈর্ঘ্যের ছবি দ্য কমন মাইন্ড। ছবিটি পরিচালনা করেছেন
পরিচালক সৌরভ নীল। ছবির গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন সৌরভ নীল। ছবিতে সংগীত পরিচালনা করেছেন মিমো। ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন সুনিত দাস। ছবিটির শ্যুটিং পুরোটা
বাংলাতেই হয়েছে। তবে ফিল্মটি নির্মিত হয়েছে হিন্দি ভাষাতে। ছবিটি হিন্দিতে বানানো
হলেও সিনেমার গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন
প্রখ্যাত অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি, হিন্দি
অভিনেতা কুনাল শর্মা, মানব সাচদেব ও গৌতম ব্রহ্ম। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে
স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি। সিনেমাটিতে প্রখ্যাত অভিনেত্রী দেবযানী চ্যাটার্জিকে দেখা যাবে একজন সাইকিঅ্যাট্রিস্টের ভূমিকায়।
ইতিমধ্যেই চন্দননগর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দ্বিতীয় শ্রেষ্ঠ সিনেমা
হিসেবে জিতে নিয়েছে ফার্স্ট রানার্স আপ অ্যাওয়ার্ডস, এছাড়াও দ্বিতীয় বর্ধমান শর্টফিল্ম
ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই ফিল্মটি। পরিচালক সৌরভ নীলের
বিশ্বাস যে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি আরো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হবে। পরিচালক দ্য কমন মাইন্ড
শর্টফিল্মের পর আরো কিছু শর্টফিল্ম এমনকি ফিচার ফিল্মও বানাতে চলেছেন।
-নিজস্ব সংবাদ দাতা।
-নিজস্ব সংবাদ দাতা।
Post a Comment